রবিবার, ৩০ জুন ২০২৪, ০৯:১৫ অপরাহ্ন

অভিজিৎ দেবকে নিয়ে হিন্দি সিনেমা নির্মাণ করবেন

  • Update Time : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১ Time View

টালিউডের বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে পরিচালক অভিজিৎ দক্ষিণী সিনেমা তৈরি করছেন! শুধু তা-ই নয় তিনি নাকি তামিল, তেলেগুতে সিরিজও নির্মাণ করবেন।

এমন সংবাদ ছড়ালে পরিচালকের গণমাধ্যমকে বলেন, ‘সবে তো তিনটা বাংলা সিনেমা করেছি। এখনই বাংলা ছাড়ব!’

হাত মিলিয়ে একের পর এক সুপারহিট বাংলা ছবি দিয়েছেন অভিজিৎ। তার প্রজাপতি সিনেমা তো ব্লকবাস্টার। মিঠুন চক্রবর্তী ও দেবকে একফ্রেমে এনে, রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন অভিজিৎ। হঠাৎই টলিপাড়ায় রটে গেল সেই অভিজিৎ নাকি বাংলা সিনেমা ছেড়ে তামিল, তেলুগু সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন।

পরিচালক অভিজিৎ জানিয়েছেন, ‘জানি না কেন, এসব রটে গেল। আমি কখনোই, কোথাও এমন কোনো কথা বলিনি। আপাতত বাংলাতেই আছি। বাংলাতেই সিনেমা বানাবো।’দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা দেওয়ার রটনাকে ফুৎকারে উড়িয়ে, অভিজিৎ এক গোপন তথ্য বলা ভালো গোপন স্বপ্নের কথা ফাঁস করলেন। তার কথায়, ‘তামিল, তেলুগু নয়। যদি বানাই তাহলে হিন্দি সিনেমা বানাব। আর সেই সিনেমার নায়ক হবে দেব। এবং প্রযোজক হবেন অতনু রায় চৌধুরী।’ তবে এসব প্ল্যান মগজে থাকলেও, পরিচালক এখন ব্যস্ত ছোটপর্দায় গানের জনপ্রিয় রিয়েলিটি শোয়ের পরিচালনায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category