সোমবার, ০১ জুলাই ২০২৪, ০৩:০৯ পূর্বাহ্ন

গবাদিপশুর ওপর শুল্কারোপ করছে ডেনমার্ক, গরুপ্রতি ৯৬ ডলার

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ২ Time View

বিশ্বে প্রথমবারের মতো গবাদিপশুর ওপর কার্বন শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে ডেনমার্ক। মূলত কৃষির এই খাত থেকেও কার্বন নিঃসরণ হয়ে থাকে, যা জলবায়ু পরিবর্তনে অবদান রাখে। তাই এক্ষেত্রে শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, সরকারের এই সিদ্ধান্তের ফলে ডেনমার্কের ডেইরি কৃষকদের গরুপ্রতি বছরে ৯৬ ডলার শুল্ক দিতে হবে।ডেনমার্কের জোট সরকার চলতি সপ্তাহে বিশ্বে প্রথমবারের মতো কৃষির এই খাতে কার্বন শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয়। নতুন এই শুল্কের নিয়ম ২০৩০ সাল থেকে শুরু হবে।

ডেনমার্কে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ হয় কৃষিখাত থেকে। এটি প্রধান ডেইরি ও শূকর রপ্তানিকারক দেশ। তাছাড়া জলবায়ুর প্রভাব মোকাবিলায় ৪০ বিলিয়ন ক্রোনা বিনিয়োগ করবে দেশটি। এর মধ্যে অন্যতম হলো বনায়ন।

পররাষ্ট্রমন্ত্রী লার্স লোককে রাসমুসেন এক বিবৃতিতে বলেছেন, আমরা সাম্প্রতিক সময়ে ডেনিশ ল্যান্ডস্কেপের সবচেয়ে বড় পরিবর্তনে বিলিয়ন বিলিয়ন অর্থ বিনিয়োগ করছি। তাছাড়া কৃষিতে কার্বন শুল্ক নির্ধারণের ক্ষেত্রেও আমরা বিশ্বের প্রথম দেশ হবো।

দেশটির বর্তমান সরকারে এই পদক্ষেপকে অনেক ডেনিশ ডেইরি শিল্প স্বাগত জানালেও কেউ কেউ খুশি নন।

জলবায়ু সংকটের ক্ষেত্রে বৈশ্বিক খাদ্য ব্যবস্থার অনেক দায় রয়েছে। এইখাত থেকে এক-তৃতীয়াংশ গ্রিনহাউজ গ্যাস নির্গমন হয়।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা জানিয়েছে, ২০১৫ সালে বৈশ্বিক নির্গমনে গবাদিপশুখাতের অবদান প্রায় ১২ শতাংশ। বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী মিথেন গ্যাসের অন্যতম উৎস হলো গবাদিপশু।

সূত্র: সিএনএন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category