শুক্রবার, ২৮ জুন ২০২৪, ০৮:২৫ অপরাহ্ন

প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পেলেন রিশাদ

  • Update Time : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ৪ Time View

বল হাতে দারুণ সময় কাটছে রিশাদ হোসেনের। বিশ্বকাপে বাংলাদেশ দলে দারুণ অবদান রেখে চলছেন এই লেগস্পিনার। তার দুর্দান্ত ঘূর্ণিতে নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার এইটের পথ আলোকিত করেছিল বাংলাদেশ। গতকাল শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ট্রাভিস হেড ও মিচেল মার্শের উইকেট তুলে নিয়েছিলেন রিশাদ। বিশ্বমঞ্চে তরুণ এই স্পিনারের পারফরম্যান্স নজর কেড়েছে ক্রিকেটভক্তদের।

অসাধারণ পারফর্ম করে প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পেয়ে গেলেন রিশাদ। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের আগামী আসরে খেলবেন এই তরুণ। তাকে দলে ভিড়িয়েছে টরন্টো ন্যাশনালস। আজ শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়িটি নিশ্চিত করেছেন রিশাদ নিজেই।

রিশাদের মতো প্রথমবারের মতো এই লিগে খেলবেন পেসার মোহাম্মদ সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম।

আগে থেকেই গ্লোবাল টি২০তে খেলছেন সাকিব আল হাসান ও লিটন দাস। সর্বশেষ আসরে মনট্রিল টাইগার্সের হয়ে খেলছিলেন সাকিব। কিন্তু আগামী ২৫ জুলাই থেকে শুরু হতে যাওয়া আসরে বাংলা টাইগার্স মিসিসাগার জার্সি গায়ে খেলবেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার। আর লিটন খেলবেন সারে জাগুয়ারাসের হয়ে।

এই আসরে সাকিব-রিশাদ ছাড়াও বিশ্বের আরও অনেক বড় বড় তারকা খেলবেন। তাদের মধ্যে অন্যতম হলো- মার্কাস স্টয়নিজ, সুনিল নারিন, কাইল মায়ার্স, ক্রিস লিন, শেরফেন রাদারফোর্ড, নাবিন উল হক, ইফতিখার আহমেদ, কলিন মুনরো, ডেভিড ওয়ার্নার, অ্যান্ড্রু টাই, বাবর আজম, মোহাম্মদ আমির এবং মোহাম্মদ রিজওয়ান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category