সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন

১৯তম জেনেভা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে “মুজিবঃএকটি জাতির রূপকার” প্রদর্শিত

  • আপডেট : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ৩৫ Time View

ডেস্ক রিপোর্টঃ বিশ্বের অন্যতম কূটনৈতিক শহর জেনেভায় ১৯ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানমালার মধ্য দিয়ে প্রদর্শিত হল উপমহাদেশের খ্যাতিমান চলচিত্র পরিচালক শ্যাম বেনেগাল পরিচালিত বিখ্যাত চলচ্চিত্র “মুজিবঃএকটি জাতির রূপকার” ॥
মুভিটি ভারত-বাংলাদেশ দুই রাস্টের যৌথ প্রযোজনায় নির্মিত । ১৬ জানুয়ারি . (রোববার)আন্তর্জাতিক চলচিত্র উৎসবের শেষ দিন দুপুরে জেনেভাস্হ একাডেমী দ্যা আর্টস সিনেমা দ্যা গ্রুথলী-তে প্যানারোমা বিভাগে এ ছবিটি প্রদর্শিত হয়। উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতির পিতা বংগবন্ধু শেখ মুজিব-কে নিয়ে আবেগঘন বক্তব্য রাখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্হ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, এমপি। মুজিব চলচ্চিত্রের প্রেক্ষাপট ও এই মহাপুরুষের জীবনী নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি , জেনেভাস্হ বাংলাদেশ মিশনের চার্জ দ্যা এফেয়ার্স মিজ সঞ্চিতা হক, জেনেভা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দক্ষিণ এশিয়া বিষয়ক সম্পাদক রহমান খলিলুর মামুন, উৎসব কমিটির প্রধান নির্বাহী চলচ্চিত্র পরিচালক তাহার হোচি এবং কমিটির সাধারণ সম্পাদক সুফিয়ান বোসাই । এদিন ইউরোপের সকল দেশেই ছিল পবিত্র ঈদ উল আযহা। জেনেভায় ছিল পূর্ণ ঈদের আমেজ। স্হানীয় বাংলাদেশ কমিউনিটির মধ্য ছিল ঈদের আনন্দ ও মুজিব চলচ্চিত্র দেখার আবেগঘন উচ্ছ্বাস । সুইজারল্যান্ডের প্রত্যন্ত শহর বাসেল ,লুজার্ন , নূশাতল, লুজান, ও জেনেভার মুজিব প্রেমী দর্শকে, প্রেক্ষাগৃহ ছিল কানায় কানায় পরিপূর্ণ। ১৭৮ মিনিট দীর্ঘ এই ঐতিহাসিক মুভিটি শিশু- কিশোর , প্রাপ্ত বয়স্ক ও বৃদ্ধ বয়সের অগণিত দর্শক গ্যালারিতে বসে হৃদয়ের গভীরে উপভোগ করেন। অসংখ্য দর্শক ছিলেন আবেগে অশ্রুসজল। বংলাদেশী কমিউনিটির পাশাপাশি দর্শক সারিতে ছিলেন উল্লেখযোগ্য সংখ্যক সুইস ও বিদেশী নাগরিক। মুভি শেষে বিদেশী দর্শকগণ তাদের প্রতিক্রিয়া ব্যাক্ত করেন —“Mujib is the Leader of the world & for all of human beings. He is great human for 100 years.”

বিকেল ৩ঃ৩০ মিনিটে মুভি শেষে গ্রুথলী প্রেক্ষাগৃহের রিসেপসন প্যাভিলয়নে জেনেভার সাজনা রেস্টুরেন্ট পরিবারের পক্ষে ঈদ মেন্যু ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। কোমল পানীয় পরিবেশন করেন সুইজারল্যান্ড আওয়ামীলীগের সভাপতি জমাদার নজরুল ইসলাম। সামগ্রিক অনুষ্ঠানটির তত্ত্বাবধান ও সহযোগিতায় ছিলেন জেনেভাস্থ বাংলাদেশ স্থায়ী মিশনের কাউন্সিলর (শ্রম) মোহাম্মদ কামরুল ইসলাম, সুইজারল্যান্ড আওয়ামীলীগের সহ-সভাপতি আনিস হোসেইন , মশিউর রহমান সুমন, যুগ্মসম্পাদক মাসুম খান দুলাল ,সাংগঠনিক সম্পাদক সুমন বডুয়া , শাহাদাত মজুমদার ও লুজান আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী শাখাওয়াত শামীন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর