বুধবার, ২৬ জুন ২০২৪, ০৭:৪০ পূর্বাহ্ন

রাফায় তুমুল লড়াই, একদিনে ৮ ইসরায়েলি সেনা নিহত

  • Update Time : রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ৫ Time View

গাজার দক্ষিণাঞ্চলে মিশর সীমান্তের কাছে অবস্থিত রাফা। বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের শেষ আশ্রয়স্থল এই শহরটিতেও এখন অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সেখানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে দখলদার বাহিনীর তীব্র লড়াই চলছে।

শনিবার (১৫ জুন) একদিনে ৮ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।জানা গেছে, নিহত সেনারা একটি সাঁজোয়া যানের মধ্যে অবস্থান করছিলেন। কিন্তু হঠাৎ এটিতে বিস্ফোরণ ঘটে। খুব সকালের দিকে পশ্চিম রাফায় এই ঘটনা ঘটে।

হামাসের সশস্ত্র শাখা জানিয়েছে, সাঁজোয়া যানটি প্রস্তুত মাইনফিল্ডে আটকা পড়েছিল, পরে এটি বিস্ফোরিত হয়।

এদিকে অবরুদ্ধ গাজার দক্ষিণাঞ্চলে ১০ লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি আটকা পড়েছেন। তাদের কাছে একদিকে যেমন নেই বিশুদ্ধ পানি তেমনি নেই স্যানিটেশনের ব্যবস্থা।

গত ৭ অক্টোবরের পর ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত মোট ৩৭ হাজার ২৯৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮৫ হাজারের বেশি।

সম্প্রতি গাজায় যুদ্ধবিরতি নিয়ে তিন ধাপের একটি প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যা এরই মধ্যে জাতিসংঘে পাস হয়েছে। কিন্তু এই প্রস্তাব কার্যকরের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

সূত্র: আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category