সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন

বাথরুম থেকে অভিনেতার মরদেহ উদ্ধার

  • আপডেট : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ৩৩ Time View

‘থেগিডি’ খ্যাত জনপ্রিয় তামিল অভিনেতা প্রদীপ কে বিজয়নের রহস্যজনক মৃত্যু হয়েছে ৷ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর।

চেন্নাইয়ের পালাভাক্কামে বাড়িতেই রহস্যজনকভাবে তার মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে। গতকাল থেকে অভিনেতার বন্ধুরা তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে, তিনি কোনো ফোনের উত্তর দেননি। একাধিকবার ফোন না ধরার পরই দ্রুত তার বন্ধুরা পুলিশকে খবর দেন। এরপর পুলিশ তার বাড়িতে পৌঁছায়। তারপরই দরজা ভেঙে বাথরুম থেকে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

জানো গেছে, অভিনেতা প্রদীপ একাই থাকতেন। প্রায়শই শ্বাসকষ্ট এবং মাথা ঘোরার মতো সমস্যায় ভুগতেন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। অভিনেতার মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়পেট্টা সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুরো বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে।

প্রদীপ কে বিজয়নের ‘টেডি’, ‘ইরুম্বু থিরাই’ এবং ‘রুধরান’-এর মতো চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি সবার কাছে পরিচিত ছিলেন । তার মৃত্যুতে বিনোদন ভুবনে শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর