সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন

সালমানকে বিয়ের দাবিতে তার বাড়ির সামনে এক নারী

  • আপডেট : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ২৬ Time View

বলিউড সুপার স্টার সালমান খানকে বিয়ের দাবিতে তার বাড়ির সামনে তোলপাড় ঘটনা ঘটিয়েছেন এক নারী ভক্ত। জানা গেছে, সালমানের পানভেলের ফার্মহাউজের সামনে দাঁড়িয়ে চিৎকার করে তাকে ডাকতে থাকেন সেই নারী ভক্ত।

এ নারী ভক্তের ডাকে সালমানকে যেন বেরিয়ে আসতেই হবে বাড়ি থেকে। আর কিছুক্ষণ ধরে চিৎকার-চেঁচামেচি করার পর আশেপাশের মানুষজন বিরক্ত হয়ে পুলিশকে খবর দেন। কিছুদিন আগেই সালমানের বাড়ির সামনে গুলির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছিল মুম্বাই পুলিশ। তারপর থেকে বাড়িতে কড়া নিরাপত্তা বেষ্টনীতে রয়েছেন সালমান খান।

গুলিকাণ্ডে গত ১ জুন আরেকজনকে গ্রেফতার করে পুলিশ। এরই মাঝে সালমানের বাড়ির সামনে এমন ঘটনা ঘটেছে। কেউ কেউ এটাকে সালমানের বিরুদ্ধে নতুন কোনো ষড়যন্ত্র হিসেবে দেখছেন।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, সালমান খানের এক নারী ভক্ত তার পানভেলের ফার্মহাউজের সামনে এসে চিৎকার করে বলতে থাকেন যে তিনি এ নায়ককে বিয়ে করতে চান। উচ্চস্বরে সালমানকে ডাকছিলেন এ নারী। তার এ চিৎকার শুনে প্রতিবেশী ও সালমানের ফার্মহাউজের কর্মীরা পুলিশকে ডাকতে বাধ্য হয়।

আশেপাশের মানুষজন পুরো ঘটনাটি ভিডিও করেছেন। তাদের কাছ থেকে জানা যায় যে, সেই নারী অনুরাগীর বয়স মাত্র ২৪ বছর। এ ঘটনার কিছুক্ষণের মধ্যেই পানভেল তালুক কর্মরত পুলিশ সদস্য সেই নারী অনুরাগীকে গ্রেফতার করেন এবং তাকে কাউন্সেলিং করানোর জন্য স্বেচ্ছাসেবী সংস্থা সোশ্যাল অ্যান্ড ইভাঞ্জেলিক্যাল অ্যাসোসিয়েশন ফর লাবের (এসইএএল) কাছে নিয়ে যায়।

বলিউড তারকাদের নিয়ে এমন ঘটনা প্রায়ই ঘটে। কয়েকদিন আগেই একটি অনুষ্ঠানে অভিনেতা কার্তিক আরিয়ানকে দেখে তার এক ভক্ত কাঁদতে শুরু করেছিলেন।জানা গেছে, শুধু সালমানকে বিয়ে করার উদ্দেশ্যেই দিল্লি থেকে একা একা সেই নারী নাভি মুম্বাইয়ে চলে আসেন। এতে তার পরিবারের সদস্যরাও বেশ উদ্বিগ্ন হয়ে পড়েন। এর আগে নাকি সেই মেয়েটিকে মানসিক চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল মুম্বাইয়ের এমজিএম হাসপাতালে।মহারাষ্ট্রের এই পানভেল ফার্মহাউজে নিত্য যাতায়াত রয়েছে সালমানের। কয়েকদিন আগেই নাভি মুম্বাই পুলিশ জানায় যে সেখানেই তার গাড়ি বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল সন্ত্রাসবাদীরা। এমনকি তদন্তে সম্প্রতি জানা যায়, সালমানকে হত্যার জন্য পাকিস্তান থেকে নাকি চোরাই পথে আগ্নেয়াস্ত্র ভারতে আমদানি করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর