ইউকে প্রতিনিধিঃ বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সহসভাপতি প্রবীন রাজনীতিবিদ ও গ্রেটার সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশন লুটন বেডস ইউকের অন্যতম উপদেষ্টা শামীম আহমেদ আগামী ১১মে সোমবার পারিবারিক কাজে এক সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে গমন উপলক্ষে সংগঠনটির উপদেষ্টা ও নির্বাহী কমিটির সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
লুটনের বাংলাপাড়া খ্যাত ব্যারিপার্কের স্থানীয় এরোমা কাফে এন্ড রেষ্টুরেন্টে এই বিদায়ী মতবিনিময় সভায় কমিউনিটির বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।
উক্ত সভায় উপস্থিত কমিউনিটি নেতৃবৃন্দ তাদের বক্তৃতায় জনাব শামিম আহমদের সংক্ষিপ্ত সফরের সফলতা কামনার পাশাপাশি সফরকালীন সময়ে সুস্থতাসহ নিরাপদ ও ঝামেলা মুক্ত সফর শেষে আবার যেন মাঝে ফিরে আসেন সেই প্রত্যাশা ব্যাক্ত করেন।
পরিশেষে জনাব শামীম আহমেদ উনার বক্তৃতায় উপস্থিত সবাইকে ধন্যবাদের পাশাপাশি সবার কাছে দোয়া চেয়েছেন যেন সুস্থতার সহিত সংক্ষিপ্ত সফর শেষে করে নিরাপদে ফিরে আসেন।