পরী আরও বলেন,জীবনে কখনও কোনো কিছু পরিকল্পনা করে করিনি। তবে দত্তক নেয়ার সময় সব নিয়ম মেনেই মেয়েকে নিয়েছি। কোলে নিলে মনে হয়, আমার নাভি কেটেই ওর জন্ম হয়েছে।
সামনেই মা দিবস। কিন্তু তা পিতৃতন্ত্রের আদলে তৈরি করা মেয়েদের জয়গান। এ সমাজে সবাই মনে করে, বাবা-মা ছাড়া সন্তান মানুষ হয় না? অনেকে আবার ভাবেন, বাবা ছাড়া একা মা সন্তান মানুষ করতে পারে না। আমি এটা মনে করি না। এখন থেকে আমার কাজ আর সন্তানদের নিয়েই আমি বেঁচে থাকব।
‘গুণিন’ সিনেমার সেটে অভিনয় করতে গিয়ে অভিনেতা শরীফুল রাজের প্রেমে পড়েন পরী। ভালোবেসে তাকে বিয়েও করেন। সুখের সংসারে আসে একমাত্র ছেলে রাজ্য। কিন্তু তারপরেই বেজে ওঠে বিচ্ছেদের সুর। এখন রাজ ছাড়া বাকি জীবন কাজ আর সন্তান নিয়েই ব্যস্ত থাকতে চান ঢালিউডের আবেগী অভিনেত্রী পরীমণি।