সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৮:৪২ পূর্বাহ্ন

চলমান তাপপ্রবাহ নিয়ে বার্তা দিতেই কটাক্ষের শিকার স্বস্তিকা!

  • আপডেট : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ২৬ Time View

প্রায় এক মাস ধরে বাংলাদেশ ও ভারতের বেশ কিছু রাজ্যে বয়ে যাচ্ছে প্রচণ্ড তাপপ্রবাহ। বিশেষ করে কয়েকদিন তীব্র গরমে পুড়ছে ভারতের দক্ষিণবঙ্গ। কলকাতা এবং এর পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে বৃষ্টির অপেক্ষায় সেখানকার মানুষ যেন চাতক পাখির মতো তাকিয়ে আছে।

এমন গরম পড়লে প্রতিবার থেকে ছোট-বড় সবাই ‘গাছ লাগান প্রাণ বাঁচান’-এমন স্লোগানে মুখর থাকেন। এবারও এর ব্যতিক্রম হয়নি! সামাজিক যোগাযোগমাধ্যমে গরমের পোস্ট, মিমে একাকার অবস্থা। এমন অবস্থায় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় বৃক্ষরোপণের বার্তা দিয়ে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের সম্মুখীন হলেন।

অভিনেত্রী তার ফেসবুকে লিখেছিলেন, ‘আরও গাছ কাটো আরও পুকুর বোজাও, কংক্রিটের জঙ্গলে বাস করবে মানুষের লাশ।’ অমনি স্বস্তিকার পোস্টে নেটিজেনদের মন্তব্যের বন্যা শুরু হয়ে যায়। কারও প্রশ্ন, ‘নিজে কটা গাছ লাগিয়েছেন?’ কেউ বা মন্তব্য করলেন, ‘দিদি নিজে তো এসি ঘরে বসে পোস্ট করছেন।’

কারও কটাক্ষ, ‘আপনি কতগুলো ফ্ল্যাট কিনেছেন? এসি ছাড়া তো থাকতেই পারবেন নাহ!’ স্বস্তিকা মুখোপাধ্যায়ও ছেড়ে দেওয়ার পাত্রী নন। বরাবরই স্পষ্টভাষী। তিনিও পাল্টা জবাব প্রত্যেককে আলাদা করে।

স্বস্তিকার ভাষ্য, তাদের বাড়ির গলিতে যে কটা গাছ লাগানো রয়েছে, সবকটাই তার এবং তার বাবা সন্তু মুখোপাধ্যায়ের লাগানো। অভিনেত্রীর সংযোজন, তার নামে একটি ফ্ল্যাট নেই। বরং বাবার বাড়িতেই থাকেন তিনি। আর মুম্বাইতে বাড়া বাড়িতে বাস করেন এ অভিনেত্রী।

এক নেটিজনকে অভিনেত্রীর জবাব, ‘ফেসবুকে আক্রমণ করার আগে আইটি ডিপার্টমেন্টে চেক করুন।’ স্বস্তিকার কথায়, ‘বিশ্ব উষ্ণায়ণের দায় আমাদের সবার। তাই আমাকে তীর ছুঁড়ে প্রকৃতির কোনও লাভ হবে না।’

আরেক নেটিজেনকে তার উত্তর, ‘ফুটপাথে তো বসে স্ট্যাটাস দিতে পারব না দাদা। তবে আমি গত চারদিন ধরে রাস্তায় কাজ করছি। পোর্টেবল এসি তো পাওয়া যায় না এখনো। থাকলে সঙ্গে নিয়ে ঘুরতাম।’ নেটপাড়ার একাংশ আবার স্বস্তিকার সমর্থনে কমেন্ট করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর