সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৮:১৬ পূর্বাহ্ন

‘বৈশাখী ঝড়’ দিয়ে ‘দোতারা’র যাত্রা শুরু

  • আপডেট : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ৩৫ Time View

পহেলা বৈশাখ ভোরে যাত্রা শুরু করেছে মিউজিক স্ট্রিমিং প্লাটফর্ম ‘দোতারা’। প্লাটফর্মের প্রথম গান হিসেবে থাকছে ‘নাসেক নাসেক’ খ্যাত অনিমেষ রায়ের নতুন গান ‘বৈশাখী ঝড়’। কর্তৃপক্ষ একে সফট লঞ্চ বলছেন। কিছুদিন পর বড় আকারে আনুষ্ঠানিক লঞ্চ হবে ‘দোতারা’র। তখন থেকে শুরু হবে এর বাণিজ্যিক কার্যক্রম।

‘দোতারা’ মূলত পুরোপুরি মিউজিক নির্ভর স্ট্রিমিং প্ল্যাটফর্ম (অ্যাপ/ওটিটি/ওয়েব)। শুধুই বাংলা অডিও মিউজিক নির্ভর প্ল্যাটফর্ম এটিই প্রথম। অ্যান্ড্রয়েড এবং অ্যাপেল দুই ভার্সনে শ্রোতারা বাংলাদেশ ও বহির্বিশ্বে এটি ব্যবহার করতে পারবেন।

পর্যায়ক্রমে ‘দোতারা’য় প্রকাশ পাবে আসিফ আকবর, আঁখি আলমগীর, রেহান রসুল, জয় শাহরিয়ার, সালমা, লায়লা, তশিবা ও পশ্চিমবঙ্গের ইমন চক্রবর্তীসহ জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে নতুন ও পুরনো অসংখ্য গান। উদ্বোধনী আয়োজন উপলক্ষে অনিমেষের বৈশাখি ঝড় গানটি সবার জন্য ফ্রি হলেও অন্য গানগুলো সাবস্ক্রিপশনের মাধ্যমে শোনা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর