জনপ্রিয় অভিনেতা ওমর সানী এই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। নানা সময় নানা ঘটনা নিয়েও লিখতে দেখা যায় তাঁকে। হঠাৎ তাঁর ফেসবুকের এক পোস্টে দেখা যায় বর্তমান ও ৯০ দশকের নায়িকাদের নিয়ে লিখতে।বুধবার (৭ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এমন একটি পোস্ট করেন ওমর সানী।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আমি অনেক লাকি আমাদের সময় নায়িকা হিসেবে—মৌসুমী, শাবনূর, চম্পা, দিতি, লিমা, অরুণা বিশ্বাস, শাহনাজ, পপি, পূর্ণিমাকে পেয়েছি। বেস্ট-৯০; কিন্তু এর পর স্টার, সুপারস্টার কোনো নায়িকা নেই। তার পর বাকি সব ভণ্ডামি।’ হঠাৎ এমন পোস্ট কেন দিয়েছেন অভিনেতা, সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।
১৯৯২ সালে নুর হোসেন বলাইয়ের ‘এই নিয়ে সংসার’ সিনেমার মধ্য দিয়ে ওমর সানী চলচ্চিত্র জগতে পা রাখেন। ১৯৯৪ সালে দিলীপ বিশ্বাসের ‘দোলা’চলচ্চিত্রে প্রথমবারের মতো মৌসুমীর বিপরীতে অভিনয় করেন তিনি।
তাঁর বিশেষ সিনেমাগুলোর মধ্যে রয়েছে—চাঁদের আলো, প্রেম প্রতিশোধ, আখেরি হামলা, পাগল তোর জন্য রে, কুলি, আজব প্রেম প্রভৃতি। ২০০৩ সালে শাকিব খান অভিনীত ‘ওরা দালাল’ চলচ্চিত্রে প্রথমবারের মতো খলনায়কের ভূমিকায় অভিনয় করেন। সেই থেকে ওমর সানী সফলতা পান খলনায়ক হিসেবেও।