সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৫:৩৪ অপরাহ্ন

ইতালিতে শুরু হচ্ছে স্পন্সর ভিসার ‘ক্লিক ডে’

  • আপডেট : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ৩০ Time View

ইতালিতে শনিবার (২ ডিসেম্বর) থেকে চলতি বছরের স্পন্সর ভিসার ‘ক্লিক ডে’ শুরু হচ্ছে। ১ লাখ ৩৬ হাজার শ্রমিকের বিপরীতে আবেদন ফরম পূরণ করেছে প্রায় ৮ লাখ মানুষ। তবে দালালদের দৌরাত্ম্যে প্রতারণা থেকে বাঁচতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কমিউনিটি নেতারা।

ইতালি সরকার শ্রমিক সংকট নিরসনে সম্প্রতি তিন বছরে সাড়ে চার লাখ শ্রমিক আনার সিদ্ধান্ত নিয়েছে। এতে চলতি বছর এক লাখ ৩৬ হাজার স্পন্সর ভিসার মাধ্যমে ইতালিতে শ্রমিক আসতে পারবে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে। এই স্পন্সর ভিসার ক্লিক ডে নির্ধারণ করা হয়েছে ২, ৪ এবং ১২ ডিসেম্বর।

স্থায়ী, অস্থায়ী ভিসা এবং গৃহস্থালি কাজের ক্ষেত্রে শ্রমিক আনার জন্য এই তিন ক্লিক ডে’তে আবেদন করা যাবে। গেল ২৬ নভেম্বর অনলাইনে আবেদনপত্র পূরণের সময়সীমা শেষ হয়। কিন্তু এক শ্রেণীর দালাল এখনও বাংলাদেশিদের প্রতারণার ফাঁদে ফেলতে তৎপর। এ অবস্থায় ইতালি প্রবাসী কমিউনিটির নেতারা বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
 
এদিকে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এক লাখ ৩৬ হাজার কোটার বিপরীতে আবেদন পড়েছে ৬ লাখ ৭৯ হাজারের বেশি। এরমধ্যে অস্থায়ী এবং কৃষি ভিসার ৮২ হাজার ৫৫০ কোটার বিপরীতে আবেদন ফরম জমা হয়েছে প্রায় ২ লাখ ৬১ হাজার।
এছাড়া স্থায়ী ভিসার ৫২ হাজার ৭৭০ কোটার বিপরীতে ২ লাখ ৫৩ হাজার ৪৭৩ এবং বাসা-বাড়ির কাজের জন্য সাড়ে ৯ হাজার কোটার বিপরীতে আবেদন পড়েছে ৮৬ হাজার ৭৪টি।
 চার লাখ ৫২ হাজার শ্রমিকের কোটা পূরণ করতে ২০২৪ এবং ২০২৫ সালে বাকি শ্রমিক আনার জন্য আলাদা ঘোষণা দেবে মেলোনি সরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর