সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন

রাজবাড়ী-১ আসনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ফ্রান্স প্রবাসী আশরাফুল ইসলাম

  • আপডেট : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ১২০ Time View

মাহফুজুর রহমান: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) সংসদীয় আসনের জন্য গতকাল ২১শে নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন  ফ্রান্স প্রবাসী মোঃ আশরাফুল ইসলাম।

ফ্রান্স প্রবাসী মোঃ আশরাফুল ইসলামের পক্ষে গতকাল ২১ শে নভেম্বর ঢাকার ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম জমা দেয়া হয়েছে। আশরাফুল ইসলাম বলেন, ২০১১ সালের ২৬ মে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্যারিসে আসেন এবং আমাকে নিজ হাতেই প্যারিসে বাংলাদেশ আওয়ামীলীগে যোগদান করান। সেই ২০১৩ থেকে অদ্যবর্দী পর্যন্ত বঙ্গবন্ধু পরিষদের ফ্রান্স শাখার সাধারণ সম্পাদক, ২০১৮ সাল থেকে বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রিয় কমিটির সহসভাপতি, ২০১৯ সাল থেকে অদ্যাবদী  জাতীয় শ্রমিক লীগের ফ্রান্স শাখার প্রধান উপদেষ্টা এবং ২০১৬-২০২৩ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের ফ্রান্স শাখার ভাইস প্রসিডেন্টের দায়িত্ব পালন করছি।

তিনি বলেন, ২০১৯ সাল থেকে অল ইউরোপিয়ান আওয়ামী লীগ সমন্ময় কমিটির ফ্রান্স শাখার কো-অর্ডিনেটের দায়িত্ব পালন করে আসছি। এছাড়াও, আমি আওয়ামী লীগে যোগদানের পূর্বে জাতীয় পার্টির ফ্রান্স ও ইউরোপ শাখার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। প্রয়াত রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি ওয়াজেদ চৌধুরী এবং সাবেক এমপি ডা: এস এ মালেকের সাথে ১৯৭৭/৭৮ সালে আওয়ামী লীগের পক্ষে কাজ করেছি ।

ফ্রান্স প্রবাসী মোঃ আশরাফুল ইসলাম রাজবাড়ী শহরের পৌরসভার সজ্জনকান্দা এলাকার বীর মুক্তিযোদ্ধা সেনা অফিসার মরহুম জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি ১৯৯১ সাল থেকে  ফ্রান্সে বসবাস করে আসছেন। ফ্রান্সসহ গোটা ইউরোপে প্রতিবাদি ও বিপ্লবী হিসাবে সর্বত্র পরিচিত। অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ব্যাক্তিত্বে তার জনপ্রিয়তা আকাশচুম্বী। রাজনীতির বাইরেও তিনি বিভিন্ন সামাজিক  সংগঠনের সাথে ভাবে জড়িত। মনোনয়ন পাওয়ার প্রত্যাশায়  আশরাফুল ইসলাম বলেন, আমি ব্যক্তিগত ভাবে বিশ্বাস করি বাংলাদেশের উন্নয়নের রুপকার জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যাকে একবার ছুয়েছেন তাকে আজ হোক বা কাল হোক মূল্যায়ন করেছেন এবং আগামীতেও করবেন।

আমি ২০১১ সাল থেকে  বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ ও লালন করে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য কাজ করে যাচ্ছি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনে (সদর ও গোয়ালন্দ) আমাকে দলীয় মনোনয়ন দিয়ে নৌকা প্রতীকে নির্বাচনের সুযোগ দিলে নৌকা প্রতীকে বিপুল ভোটে জয়যুক্ত হয়ে শেখ হাসিনা সরকারের হাতকে শক্তিশালী করতে পারবো।

উল্লেখ্য যে, গত ২০১৪, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও ফ্রান্স প্রবাসী মোঃ আশরাফুল ইসলাম রাজবাড়ী-১(সদর ও গোয়ালন্দ) আসনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি এ আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন। তিনি দেশবাসীসহ প্রবাসী সকল বাংলাদেশী ভাই-বোনদের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর