মুশফিক রহমান, তুলুজ থেকেঃ বাংলাদেশী কমিউনিটি অ্যাসোসিয়েশন তুলুজ ফ্রান্সের কার্য্যনির্বাহী পরিষদের গুরত্বপূর্ণ চারটি পদের নির্বাচন সম্পন্ন হয়েছে। বিপুল সংখ্যক স্থানীয় প্রবাসীদের স্বতস্পূর্ত অংশগ্রহনে, গঠনতন্ত্র অনুযায়ী গণতান্ত্রিক পক্রিয়ায় সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
দক্ষিণ ফ্রান্সের পিংক সিটি তুলুজের তথা সমগ্র ইউরোপের মডেল সংগঠন বাংলাদেশী কমিউনিটি অ্যাসোসিয়েশ তুলুজ। ২০১০ সালে সততা স্বচ্ছতা ভ্রাতৃত্ববোধ এই স্লোগানকে সামনে রেখে এই সংগঠনের যাত্রা শুরু হয়। কমিউনিটি উন্নয়নে নানা ভূমিকা রেখে এই সংগঠন ইতিমধ্যে ব্যপক প্রশংসা কুড়িয়েছে দেশ বিদেশে।
গতকাল ২০২৩-২০২৬ বর্ষের কার্য্যনির্বাহী পরিষদের গুরত্বপূর্ণ ৪টি পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। উৎসবমূখর পরিবেশ আর প্রবাসী বাংলাদেশীদের স্বতস্পূর্ত অংশগ্রহনে দেশের নির্বাচনের আমেজ তৈরী হয়েছে ভোট কেন্দ্রে। এমন উৎসব মূখর পরিবেশে ভোট দিতে পেরে আনন্দিত ভোটাররা।
ভোটগ্রহণ শেষে বিকাল ৬টায় প্রধান নির্বাচন কমিশনার অনু রোজারিও, সহকারী নির্বাচন কমিশনার সিফাত আহমেদ এবং শেখর ভিক্টর রোজারিও ফলাফল ঘোষনা করেন। এতে চতুর্থবারের মতো সভাপতি হিসাবে পূনঃ নির্বাচিত হয়েছেন ফখরুল আকম সেলিম, সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে শাকের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আমিনুর রহমান এবং অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কেন্টন হেনরি কস্তা।
ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করে ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন নির্বাচিত প্রতিনিধিরা এবং কমিউনিটি উন্নয়নে নিজেদের সেরাটা দেয়ার প্রতিশ্রুতি ব্যাক্ত করেছেন।
নির্বাচিত সভাপতি ও নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন প্রবাসী বাংলাদেশীরা। আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে নতুন কমিটির কার্য্যক্রম শুরু হবে বল জানান নির্বাচিতরা।