মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন

বড়দিনে আসছে মিঠুনের ‘কাবুলিওয়ালা’

  • আপডেট : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ২৭ Time View

অবশেষে প্রকাশ পেল মিঠুন চক্রবর্তী অভিনীত ‘কাবুলিওয়ালা’ সিনেমার পোস্টার। বড়দিনে (২৫ ডিসেম্বর) মুক্তি পাবে বছরের অন্যতম প্রতীক্ষিত ছবিটি।চলতি বছরের শুরু থেকেই এ সিনেমা নিয়ে অনুরাগীদের বেশ কৌতূহল দেখা যাচ্ছে। বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত মূল গল্প আজও ছোটদের কাছে ভীষণ আকর্ষণের।

মঙ্গলবার (১৪ নভেম্বর) নির্মাতারা ছবির পোস্টার প্রকাশ্যে আনেন। পোস্টারে দেখা গেছে, কাবুলিওয়ালার হাত ধরে হেঁটে আসছে ছোট্ট মিনি।

এদিকে এসভিএফের ভেরিফায়েড ইনস্টাগ্রামেও একই ছবিটি শেয়ার করা হয়। ক্যাপশনে লেখা ছিল, “সুদূর মরুদেশ থেকে ‘কাবুলিওয়ালা’ এবার আসছে কলকাতায়।”
 
ছবিতে দেখা যাচ্ছে, মিঠুনের মাথায় পাগড়ি, উশকো-খুশকো দাড়ি, কাঁধে ঝোলা, পরনে আফগানি পোশাক ৷ অন্যদিকে মিনি পরে আছে ফ্রক। মাথায় গোলাপি ফিতে বাঁধা।
 এ সিনেমায় রহমতের চরিত্রে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী। আর মিনি হিসেবে অভিনয় করেছে শিশুশিল্পী অনুমেঘা কাহালি। এ ছাড়াও এ সিনেমায় মিনির বাবা অরবিন্দের চরিত্রে রয়েছেন আবীর চট্টোপাধ্যায়। মিনির মা স্নেহলতার চরিত্রে রয়েছেন সোহিনী সরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর