সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ন

দেশে ফেরার পথে বিমানবন্দরে প্রবাসীর মৃত্যু

  • আপডেট : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৩ Time View

পাঁচ বছর পর ওমান থেকে দেশে ফেরার পথে নোয়াখালীর কোম্পানীগঞ্জের এক ওমান প্রবাসীর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) ভোরে ওমানের একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

মৃত মফিজুল হক (৪৭) উপজেলার ২নং চরপার্বতী ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের মিয়াজী পাড়া এলাকার সগির আলী মিয়াজী বাড়ির সামছুল হকের ছেলে।

জানা যায়, বুধবার ভোর রাতের দিকে ওমানের কর্মস্থল থেকে তিনি দেশের উদ্দেশ্যে রওনা দেন। বিমানবন্দরে পৌঁছলে মফিজুল গুরুতর অসুস্থ হয়ে পড়লে কর্তৃপক্ষ পুনরায় তাকে ওমানের কর্মস্থলের বাসায় ফিরতে বলেন। পরে তিনি বাসায় ফেরার পথে গুরতর অসুস্থ হয়ে পরেন।

এসময় তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন তার পরিবার।

চরপাবর্তী ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মো. আবদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জীবিকার সন্ধানে মফিজুল হক ৫ বছর আগে ওমানে পাড়ি জমান। এর আগেও তিনি বিভিন্ন দেশে প্রবাস জীবন কাটান। ওমানে তিনি ডায়াবেটিস রোগে আক্রাস্ত হন। একপর্যায়ে তার একটি পায়ে পচন ধরে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর