মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:১৫ অপরাহ্ন

অনন্ত-বর্ষাকে ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে

  • আপডেট : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৬ Time View

ঢাকাই সিনেমার তারকা দম্পতি অনন্ত-বর্ষা। এবার দেশি ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে এ তারকা দম্পতিকে। তাদের অভিনীত সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘কিল হিম’। এ সিনেমা আগামী মাসের ১২ তারিখে মুক্তি পাবে দেশি ওটিটি প্ল্যাটফর্মে। সিনেমাটি পরিচালনা করেছেন মোহাম্মদ ইকবাল।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর)বিষয়টি নিশ্চিত করেন সিনেমাটির পরিচালক মোহাম্মদ ইকবাল নিজেই।

এ প্রসঙ্গে তিনি  বলেন, দেশের বাইরের বেশ কয়েকটি ওটিটি প্ল্যাটফর্ম সিনেমাটি নিতে চেয়েছিল। আমি রাজি হইনি। কিন্তু আমাদের দেশি একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দিতে চুক্তিবদ্ধ হয়েছি। কয়েকদিনের মধ্যে আমরা এ ব্যাপারে বিস্তারিত জানাবো।

‘কিল হিম’ সিনেমার মাধ্যমে প্রথমবার নিজের প্রযোজনার বাইরে অভিনয় করেছেন অনন্ত জলিল। সুনাম মুভিজের ব্যানারে নির্মিত ও মো. ইকবালের পরিচালনায় এ সিনেমায় অনন্ত-বর্ষা ছাড়াও আছেন চিত্রনায়ক রুবেল, মিশা সওদাগর, সীমান্ত, ভারতের রাহুল দেব, অ্যামি রায়সহ অনেকে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর