মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:১৫ অপরাহ্ন

বড়দিনে শাহরুখ ও প্রভাস সিনেমা নিয়ে মুখোমখি হচ্ছেন

  • আপডেট : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯ Time View

উৎসবকে কেন্দ্র করে মূলত মুক্তি পায় বিভিন্ন দেশের সিনেমা। ভারতীয় সিনেমাও এর ব্যতিক্রম নয়। দীপাবলী, পূজা, ঈদ কিংবা বড়দিনের উৎসবে মুক্তি পায় সেখানকার সিনেমা।

আসছে বড়দিনে সিনেমা নিয়ে মুখোমখি হচ্ছেন- বলিউড কিং খান শাহরুখ ও দক্ষিণী সিনেমার সুপারস্টার প্রভাস। এ যেন রাজায় রাজায় লড়াই হওয়ার মতো অবস্থা!চলতি বছরের বড়দিনে বক্স অফিসে হতে যাচ্ছে লড়াই। মুখোমুখি হচ্ছেন শাহরুখ খান এবং প্রভাস। ভারতীয় চলচ্চিত্র সামলোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ এ সংবাদ জানিয়েছেন।

এর আগে ২০২৮ সালে ‘কেজিএফ’ সিনেমার লড়াই হয়েছিল ‘জিরো’র সঙ্গে। যদিও বক্স অফিসে ব্যবসার দৌড়ে ‘কেজিএফ’ পেছনে পেলে যায় ‘জিরো’ সিনেমাকে।

সাবেক টুইটার (বর্তমানে ‘এক্স’) প্ল্যাটফর্মে একটি পোস্ট করে তরণ জানিয়েছেন, আসছে বড়দিনে এসআরকে বনাম প্রভাসের বক্স অফিস লড়াই হতে যাচ্ছে। শাহরুখের ‘ডাঙ্কি’র মুখোমুখি হবে প্রভাসের ‘সালার’ সিনেমা।

সিনেমার ডিস্ট্রিবিউটাররা নাকি একটি মেইল পেয়েছেন, যাতে জানানো হয়েছে যে ‘সালার’ আসছে বড়দিনে মুক্তি পাবে। ডিসেম্বর মাসের ২২ তারিখে সিনেমাটি মুক্তি পাবে। এ খবর আনুষ্ঠানিকভাবে প্রযোজকেরা জানাবেন।

‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমা ব্যাপক সাফল্যের পরই শাহরুখ ঘোষণা করেছিলেন যে বড় ছুটিতে আসবে তার আরেকটি সিনেমা। তবু এরই মাঝে চমক আসছে। শাহরুখের ‘ডাঙ্কি’ সিনেমার সঙ্গে প্রভাসের সিনেমা একই দিনে মুক্তি পাবে।

এখন প্রভাসের অনুরাগীরা না শাহরুখের অনুরাগীরা, সিনেমার টিকিট কেটে কারা প্রেক্ষাগৃহ কানায় কানায় পরিপূর্ণ করবেন-এ জন্য অপেক্ষায় থাকতে হবে।

প্রভাসের আসছে সিনেমা ‘সালার’ নিয়ে তার ভক্ত মহলে উন্মাদনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এ সিনেমার মুক্তির তারিখ বেশ কয়েকবার পিছিয়েছে। জানা গেছে, ৩৫০ কোটি রুপিতে এরই মধ্য়ে বিক্রি হয়েছে এ সিনেমার সত্ত্ব।

কন্নড়, হিন্দি, তামিল, তেলেগু এবং মালায়ালাম ভাষায় এ সিনেমা মুক্তি পাবে। প্রভাস ও শ্রুতি হাসান অভিনীত ‘সালার পার্ট-১: সিজফায়ার’ সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে অসংখ্য প্রভার অনুরাগী।

পাশাপাশি ‘জওয়ান’ মুক্তির পর থেকে শাহরুখ ভক্তরা উন্মাদনায় ভাসছেন। এরপর রাজকুমার হিরানি নির্মিত ‘ডাঙ্কি’ নিয়ে দর্শকের আরও বেশি প্রত্যাশা তৈরি হয়েছে। এ সিনেমাতে প্রথমবার একসঙ্গে জুটি বেঁধেছেন শাহরুখ খান ও তাপসী পান্নু। চলচ্চিত্রপ্রেমীরা তাদের কেমেস্ট্রি দেখার অপেক্ষায় রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর