মাহবুবুল কারীম সুয়েদ, লুটন থেকে: যুক্তরাজ্যের লুটন শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের সাথে বিশিষ্ট অর্থনীতিবিদ ও গনঅধিকার পরিষদ সভাপতি ডঃ রেজা কিবরিয়ার এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় স্থানীয় ব্যারিপার্কের এক হলরুমে অনুষ্টিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রবীন কমিউনিটি নেতা ও প্রবাসী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির অন্যতম উপদেষ্টা খুররম চৌধুরী।
সাবেক ছাত্রনেতা ও প্রবাসী অধিকার পরিষদ নেতা সৈয়দ দেলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্টিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডঃ রেজা কিবরিয়া বলেন, অনির্বাচিত সরকারের মদতে দেশ থেকে হাজার হাজার ডলার বিদেশে পাচার করেছে এক শ্রেনীর রাঘব বোয়াল।তারা বিদেশে বাড়ী-গাড়ি করলেও মানসিকভাবে শান্তি পাচ্ছেনা বলে এখন তারা নানা অবৈধ ফন্দি আটছে।তাদের হাতে জাতি আর বেশিদিন জিম্মিদশায় থাকবেনা উল্লেখ করে তিনি বলেন, ইনশাল্লাহ সুদিন আসবেই।সময়ের ব্যাবধানে দেশে জনগনের সরকার গঠিত হবে।
ডঃ রেজা উপস্থিত প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের জবাবে আশ্বাস দিয়ে বলেন, তার দল যদি ক্ষমতায় যায় অথবা তিনি যদি দেশ পরিচালনার অংশ হতে পারেন তবে প্রবাসী অধিকার রক্ষায় তার সর্বাত্তক ভুমিকা থাকবে।
লুটনের প্রবীন মুরব্বী ও বিএনপি নেতা মোহাম্মদ আব্দুল্লাহ মিয়া, জাসদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শামিম আহমদ, কমিউনিটি নেতা নানু মিয়া, মাস্টার আশরাফ উদ্দীন, রুহুল আমিন, সিরাজুদ্দীন, মাসুদুর রহমানসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।