মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:১৫ অপরাহ্ন

তৃতীয় সপ্তাহে বাংলাদেশের ৪৪ প্রেক্ষাগৃহে ‘জওয়ান’

  • আপডেট : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪ Time View

প্রতিদিন বক্স অফিসে নতুন নতুন রেকর্ড গড়ছে বলিউড বাদশাহ শাহরুখের ‘জওয়ান’ সিনেমা। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে এ সিনেমা বাংলাদেশেও একইদিনে মুক্তি পেয়েছে। মুক্তি পর থেকে বাংলাদেশে বেশ ব্যবসা করছে সিনেমাটি। সিনেপ্লেক্সে এখনো টিকেট পাওয়া বেশ কষ্টকর।‘জওয়ান’ সিনেমাটির বাংলাদেশে অন্যতম আমদানিকারক পরিচালক অনন্য মামুন জানান, জওয়ান তৃতীয় সপ্তাহে মোট ৪৪টি প্রেক্ষাগৃহে প্রতিদিন ১৮৯টি শো দেখা যাবে।

অনন্য মামুন বলেন, আমরা তো বেশি প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চাই কিন্তু হলের অবস্থা ভালো নয়, তাই মুক্তি পায়নি। তবে শোয়ের সংখ্যা বেড়েছে সিনেপ্লেক্স ।’

গৌরী খান প্রযোজিত ‘জওয়ান’ সিনেমাটির পরিবেশনার দায়িত্বে আছে ভারতের যশরাজ ফিল্মস। সিনেমাটি বাংলাদেশে আমদানি করেছে রংধনু গ্রুপ ও অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। অ্যাটলি কুমার পরিচালিত সিনেটিতে শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন নয়নতারা। আরও আছেন দীপিকা পাডুকোন, বিজয় সেতুপতি, সঞ্জয় দত্তসহ অনেকেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর