মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১১:১২ অপরাহ্ন

অরিন্দম শীলের ওয়েব সিরিজে মুখ্য চরিত্রে মোশাররফ করিম

  • আপডেট : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪ Time View

বাংলা সাহিত্য নির্ভর করে আজকাল হর হামেশাই পরিচালকেরা ছবি তৈরি করেন। যেই ছবি দর্শক মহলে সাড়াও ফেলে। আর এবার সে রেশ লাগল ওয়েব সিরিজেও। আর বাংলা সাহিত্যকে ভর করে নতুন এ সিরিজ আনতে চলেছেন পরিচালক অরিন্দম শীল।বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের ‘আদর্শ হিন্দু হোটেল’ নিয়ে এবার তৈরি হচ্ছে ওয়েব সিরিজ। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মোশাররফ করিমকে। সঙ্গে থাকবেন অনন্য চট্টোপাধ্যায়ও।

বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের গল্পে ভর করেই এবারের পিরিয়ড এই ড্রামা সাজিয়েছেন পরিচালক অরিন্দম শীল। ‘আদর্শ হিন্দু হোটেল’ নিয়ে আগেও ছবি হয়েছে। কিন্তু এবারের অরিন্দমের ছবির গোটাটাই বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের কাহিনি নির্ভর।

এই সিরিজে মোশাররফ করিমকে দেখা যাবে হাজারি ঠাকুরের চরিত্রে। এর আগে টালিউডে কাজ করেছেন মোশাররফ করিম। তবে অরিন্দম শীলের সঙ্গে প্রথমবার কাজ করতে চলেছেন অভিনেতা।
 
ছবির চিত্রনাট্য লেখার সময় থেকেই হাজারি ঠাকুরের চরিত্রে মোশাররফ করিমকে ভেবেছিলেন অরিন্দম শীল। তারপর পরিচালকের এক ফোনেই রাজি হয়ে যান জনপ্রিয় অভিনেতা মোশাররফ।
 
পিরিয়ড এই সিরিজের শ্যুটিং এর জন্য বিশেষ গুরুত্ব দেয়া হবে লোকেশন এবং কস্টিউমে। কোনোভাবেই যাতে গল্পের গুণগত মান নষ্ট না হয় সেদিকে বেশ কড়া নজর অরিন্দম শীলের। মোশাররফ করিম ছাড়া এই সিরিজের অন্যান্য চরিত্রে দেখা যাবে উষসী রায়, সামিউল আলম, শুভ্রজিৎ দত্ত, লোকনাথ দে সহ আরও অনেককে।
 
ক্যামেলিয়া প্রোডাকশনস প্রযোজিত এই সিরিজের শ্যুটিং শুরু হবে ডিসেম্বর-জানুয়ারী নাগাদ। সর্বশেষ তথ্য বলছে, ক্যামেলিয়া প্রোডাকশনস হাউজের নিজস্ব ওটিটি প্ল্যাটফর্মেই মুক্তি পাবে নতুন ওয়েব সিরিজ ‘আদর্শ হিন্দু হোটেল’।
 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর