বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০২:৫৯ পূর্বাহ্ন

৯ দিনেই কোটি ভিউ ক্লাবে ‘কলিজার আধখান’

  • আপডেট : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০ Time View

‘কলিজার আধখান’ নাটকটি মুক্তির পর থেকেই আবেগে ভাসছিলেন দর্শকরা। ১ সেপ্টেম্বর (শুক্রবার) মুক্তি পাওয়ার পরই তৃতীয় দিনে নাটকটির অবস্থান ইউটিউব ট্রেন্ডিংয়ের তালিকায়। আর নবম দিনে (১০ সেপ্টেম্বর) এসে কোটির ভিউ ক্লাবে জায়গা করে নিল নাটকটি।

সিএমভি প্রযোজিত এই নাটকটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও তানজিন তিশা। এতে নাটকে দেখা যায়, সন্তান না হওয়া এক দম্পতির করুণ গল্প। এটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মুহাম্মদ মিফতাহ আনান।

বর্তমানে ওটিটি প্ল্যাটফর্ম আর ব্লকবাস্টার সিনেমার জোয়ারে অনেকটাই চাপা পড়ে আছে নাটকের বাজার। অনেক দিন হলো তেমন কোনো সিরিয়াস গল্পের নাটক আলোচনায় আসছে না। নাটকের এমন মন্দা সময়ে ‘কলিজার আধখান’ যেন একপশলা বৃষ্টি।

ইউটিউবের কমেন্ট বক্সে নেটিজেনরা বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘নাটকটা দেখে সত্যি চোখে পানি চলে এলো। যার সন্তান নেই, সে বোঝে সন্তান না থাকার যন্ত্রণা কতটা বেদনাদায়ক’।
 
আরেকজ লেখেন, ‘নাটকটা দেখে অনেক কেঁদেছি। সত্যি নাটকটা দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না’।
 
গত ১ সেপ্টেম্বর সিএমভির ইউটিউব চ্যানেলে নাটকটি উন্মুক্ত করা হয়েছে। এরপরই দর্শক হুমড়ি খেয়ে পড়ছে এটি দেখার জন্য।

দর্শকের বিপুল সাড়া পেয়ে অভিনেতা মুশফিক আর ফারহান বলেন, ‘এই নাটকের গল্প আমাকে ভাবিয়েছিল, কাজ করার পর সেটাই দেখতে পাচ্ছি। এমন একটা ইস্যু নিয়ে করেছি, যারা এই ধরনের সমস্যায় আছেন, তারা গভীরভাবে উপলব্ধি করতে পারছেন। ফেসবুক-ইউটিউবে অসংখ্য মন্তব্য দেখে আপ্লুত হচ্ছি।’
 
‘কলিজার আধখান’ নাটকটি প্রযোজনা করেছেন এস কে সাহেদ আলী। এতো অল্প সময়ে কোটি ভিউ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা পরম স্বস্তির বিষয় যে, সিরিয়াস নাটকও মানুষ দেখে। যদি সেটার গল্প ও নির্মাণ ঠিকঠাক থাকে। আমরা বরাবরই চেষ্টা করি সস্তা জনপ্রিয়তা এড়িয়ে গল্প সমৃদ্ধ মান সম্পন্ন নাটক উপহার দিতে। তারই পুরস্কার এই নাটক থেকে পাচ্ছি। এমন কাজ সামনে আরও নির্মাণের চেষ্টা করবো।’
 
নাটকটিতে একটি দারুণ গানও রয়েছে। সেটি গেয়েছেন ইমরান ও কণা। মেহেদী হাসান লিমনের কথায় এর সুর-সংগীত করেছেন মার্সেল। এই গানটিও বেশ জনপ্রিয়তা পেয়েছে অন্তর্জালে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর