সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৫:৩০ অপরাহ্ন

লিসবনে পর্তুগীজ ইয়ং সোসালিষ্ট পার্টির পরিচয় সভা ও নৈশভোজে অনুষ্ঠিত

  • আপডেট : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪০ Time View

মোঃ রাসেল আহম্মেদ, লিসবন পর্তুগাল:

পর্তুগালের ক্ষমতাসীন দল সোসালিষ্ট পার্টির যুব শাখা ইয়ং সোসালিষ্টের আয়োজনে পরিচিত সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। ১৬ থেকে ২৯ বছর বয়সের পর্তুগীজ নাগরিক বা পর্তুগালে বৈধভাবে বসবাসকারীগন এই দলে অন্তভূক্ত হতে পারে।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশী তরুণ সাজিন আহমেদ কৌশিকের নেতৃত্বে একঝাঁক বাংলাদেশী এই যুব দলে যোগদান করে। তারই অংশ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাজিন আহমেদ কৌশিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেদ্রো আনাস্তাসিও, সমগ্র লিসবন অঞ্চলের সমাজতান্ত্রিক যুব দলের (জেএস) সভাপতি, রানা তসলিম উদ্দিন ক্ষমতাসীন সোসালিস্ট পার্টির (পিএস) প্রবীন নেতা ও দুয়ার্তে মার্সাল লিসবন সিটির সভাপতি সমাজতান্ত্রিক যুবদল।

এসময় সাজিন আহমেদ কৌশিক উল্লেখ করেন, পর্তুগালে আমাদের সবাই বলে, “অভিবাসী।” আর জেএস বলেছেন, “মানুষ।” এটাই হল অভিবাসীদের প্রতি ক্ষমতাসীন দলের আসল মনোভাব।

এসম উপস্থিত দুদেশের পর্তুগালের ক্ষমতাসীন সোসালিষ্ট পার্টি ও তার যুব সংগঠনের নেতারা তরুণদের স্থানীয় রাজনৈতিতে যোগদানের গুরুত্ব তুলে ধরেন এবং অভিবাসীদের যেকোন বিষয় ও সমস্যা সরাসরি নিতি নির্ধারকদের কাছে তুলে ধরতে সহজ হয় বলে উল্লেখ করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি আবু ইমন, জামিল আকবর শামীম, তানভীর আলম জনি, জাকির আহমেদ, বিয়াট্রিজ পেরেইরা, জোয়াও পেরেইরা, সাদিয়া ইসলাম, রাইসা ইসলাম, ইসলাম নুহা, নীলোটোপাল ঘোষ প্রমূখ।

এসময় পেদ্রো আনাস্তাসিও, সমগ্র লিসবন অঞ্চলের সমাজতান্ত্রিক যুব দলের (জেএস) সভাপতি বলেন,  বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও একজন সোসালিস্ট মতাদর্শে বিশ্বাসী ছিলেন! আমি এই প্রজন্মের বাংলাদেশী তরুনদের সাথে এক হতে পেরে খুবই আনন্দিত, পর্তুগালে অবস্থানরত বাংলাদেশী কমিউনিটির কল্যাণে কাজ করার যথাসাধ্য চেষ্টা থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর