মুক্তির প্রথম দিনেই বলিউড বাদশাহ শাহরুখ খান অভিনীত আলোচিত সিনেমা ‘জওয়ান’ পাইরেসির কবলে পড়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে সিনেমাটি। মুক্তির প্রথম শোতেই পাইরেসির কবলে পড়েছে ‘জওয়ান’। এরই মধ্যে অর্ন্তজালে বেশ কয়েকটি ওয়েবসাইটে ছড়িয়ে পড়েছে সিনেমাটির পূর্ণ এইচডি কোয়ালিটির প্রিন্ট।
টাইমস অব ইন্ডিয়া প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সিনেমা হল থেকে অনুমতি ছাড়া মোবাইলে অথবা ক্যামেরায় ধারণ করা হয়েছে নতুন এ সিনেমাটির ভিডিও। তারপরই সে ভিডিও নেটদুনিয়ায় আপলোড করে দেয়া হয়েছে দর্শকদের জন্য।
শাহরুখ অভিনীত এ সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। তাই ‘জওয়ান’ সিনেমা মুক্তির আগে পাইরেসি ঠেকানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও নিয়েছিল হল মালিক কর্তৃপক্ষ। কিন্তু শেষরক্ষা হয়নি। সিনেমাটির ভিডিও এখন ইউটিউবে সহজেই দেখা যাচ্ছে।
উল্লেখ্য, ‘জওয়ান’ সিনেমার আগে শাহরুখ অভিনীত সর্বশেষ ‘পাঠান’ সিনেমাটিও পাইরেসির কবলে পড়েছিল।