মোঃ রাসেল আহম্মেদ, লিসবন পর্তুগাল: পর্তুগালের অন্যতম আকর্ষণীয় পর্যটন শহর এভ্যেইরোর দুইটি পর্যটন স্পটে আনন্দ ভ্রমণ করেছে পর্তুগাল আওয়ামী। লিসবন থেকে প্রায় ২৫০ কিলোমিটার উত্তরে এই পর্যটন নগরী অবস্থিত।
মঙ্গলবার সকাল ৮ঃ৩০ মিনিটে একটি বড় বাস ছেড়ে যায় পর্যটন স্পট ঔইস ডা রিভেইরার উদ্দেশ্যে। এভ্যেইরোর কাছাকাছি মূলত এটি একটি সুবিশাল লেক যার সৌন্দর্য সবার নজর কেঁড়েছে। বিশেষ করে কচুরি পানা সহ লেকের চারপাশের মনোরম প্রকৃতিক পরিবেশ এবং পর্যটকদের জন্য বিশেষ ব্যবস্থা।
আরো ১০ কিলোমিটার দূরের আমব্রেলা স্কাই প্রজেক্ট ও সবার মন কেঁড়েছে। ছোট এই উপশহরের রাস্তা ঘাট, দোকান পাট, বাড়ি ঘর সবকিছুই রংবেরঙের বিশেষ ছাতা দিয়ে সাজানো হয়েছে যা যেকোন পর্যটকের মন বড় করতে পারে নিমেষেই।
এসময় আনন্দ ভ্রমণে উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসাইন, উপদেষ্টা মন্ডলীর সদস্য মাহাবুব আলম, সহ সভাপতি মিজানুর রহমান মোল্লা, প্রচার সম্পাদক রেজাউল বাসেত, সাবেক শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক বিল্লাল রেজা, শিল্প বিষয়ক সম্পাদক ডালিম আহমেদ, সহ আইন বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন জুয়েল, সহ – সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন, সেতুবাল আওয়ামী লীগের আহ্বায়ক হারুন অর রশিদ সহ পর্তুগাল আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
আনন্দ ভ্রমণ পরিচালনার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, প্রধান সমন্বয়ক পর্তুগাল আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল ফকির, সমন্বয়ক দপ্তর সম্পাদক জাকির হোসাইন, আওয়ামী লীগ নেতা মিজান, যুবনেতা তানভীর আলম জনি, খন্দকার ইউনুস ফাহাদ, কাওছার আহমদ। এসময় আরো উপস্থিত ছিলেন পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।