‘ফ্রেমে ফ্রেমে আগামীর স্বপ্ন’ এই স্লোগান নিয়ে আগামী ৭ সেপ্টেম্বর শুরু হচ্ছে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব ২০২৩। এ চলচ্চিত্র উৎসবটি আগামী ৭ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে।সোমাবর (৪ সেপ্টেম্বর) ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ উৎসবটির আয়োজন করছে চিলড্রেনস ফিল্ম সোসাইটি।
এ সময় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন চিলড্রেন’স্ ফিল্ম সোসাইটি বাংলাদেশের সভাপতি ড. মুহম্মদ জাফর ইকবাল ও প্রতিষ্ঠাতা বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক মুনিরা মোরশেদ মুন্নী, উৎসব কর্মকর্তা মুঈদ হাসান তড়িৎ।
জানা যায়, ৩৯টি দেশের ১০১টি শিশুতোষ চলচ্চিত্র ২টি ভেন্যুতে প্রদর্শিত হবে। দুটি ভেন্যুর মধ্যে একটি বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রাশালা, আরেকটি আলিয়ঁস ফ্রঁসেস।
সংবাদ সম্মেলনে চলচ্চিত্র পরিচালক মোরশেদুল ইসলাম বলেন, অর্থনৈতিক সংকট ও স্পন্সর না পাওয়ার কারণে আমরা এবারের উৎসবটি ছোট পরিসরে করছি। মূলত এবারের অনুষ্ঠানটি হচ্ছে নিজ নিজ উদ্যোগে।
চিলড্রেনস ফিল্ম’স সোসাইটি বাংলাদেশ সভাপতি ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘আমরা খুবই দুঃখিত যে এত সুন্দর অনুষ্ঠানটা অর্থনৈতিক কারণে সংক্ষিপ্ত করতে হচ্ছে। তারপরও আমি অভিনন্দন জানাই আমার সোসাইটির তরুণ সদস্যদের। তাদের উদ্যোগে এই আয়োজনটি অনুষ্ঠিত হচ্ছে।’