ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ বিয়ে করেছেন প্রেমিক শেখ রেজওয়ানকে। সোমবার (১৪ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিয়ের একটি ছবি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেন অভিনেত্রী।এদিকে মঙ্গলবার (১৫ আগস্ট) প্রেমিকের সঙ্গে আট বছর আগের ও বিয়ের দুটি ছবি প্রকাশ করেছেন এ অভিনেত্রী।
ফারিণের পোস্ট করা দুই ছবির মধ্যে একটি তার বিয়ের দিনের ছবি এবং অন্যটি ২০১৫ সালে ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন তিনি।
ফারিণ সেই পোস্টে তিনি স্বামী রেজওয়ানের প্রতি ভালোবাসার কথা প্রকাশ করেছিলেন। এবার সেই ছবিই আজ আবার ফেসবুকে প্রকাশ করলেন।
এদিকে অভিনেত্রীর বিয়ের খবর প্রকাশের পর থেকেই সবাই শুভকামনা জানাচ্ছে এই নব দম্পতিকে।
এর আগে সোমবার (১৪ আগস্ট) ফেসবুকে একটি স্ট্যাটাসে নিজের বিয়ের খবর জানান তাসনিয়া ফারিণ।
পোস্টে লিখেছেন, ‘কলেজে পড়ার সময় আমরা প্রেমে পড়েছিলাম। আমার জীবন দ্রুত বদলে গেছে। ছায়ার মতো আপনি ছিলেন, আমার কাজে অনুপ্রাণিত করেছেন, সমর্থন দিয়েছেন। আমরা একে অপরকে অগ্রাধিকার দিয়েছি আমাদের স্বপ্নগুলো সত্য করার জন্য। সময়ের সঙ্গে সঙ্গে দুজনের জীবন পরিবর্তন হয়েছে কিন্তু গতিশীল ঠিকই ছিল।’
কিশোরী বয়সের প্রেম অনেক সুন্দর ছিল বলেও স্ট্যাটাসে উল্লেখ করেন ফারিণ। জানিয়েছেন, তার কিশোর প্রেমের সমাপ্তি হয়েছে প্রাপ্তির মাধ্যমে। কিন্তু তিনি এখনও বিশ্বাস করতে পারছেন না।
ফারিণের ভাষায়, ‘আমি বেঁচে থাকা সবচেয়ে ভাগ্যবান মেয়ে। আমাকে বিয়ে করার জন্য ধন্যবাদ শেখ রেজওয়ান। আমি আপনাকে ভালোবাসি এবং বাকি জীবন আপনাকে আমি লালন করব।’