ব্যাংককে শুটিং করতে গিয়ে আহত হয়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত।পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী, অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে আহত হয়েছেন অভিনেতা। তার মাথায় চোট লেগেছে। বেশ কয়েকটি সেলাইও পড়েছে।
জানা যায়, এ ঘটনাটি ঘটেছে গত সপ্তাহে। আসলে অভিনেতাকে তলোয়ার নিয়ে অ্যাকশন করতে হচ্ছিল। কিন্তু অসাবধানতাশত আঘাত লাগে মাথায়।
হিন্দুস্তান টাইসের প্রতিবেদন অনুযায়ী, আহত হওয়ার পরও অভিনেতা হাসপাতাল থেকে ফিরেই যোগ দেন শুটিংয়ে।
তবে এর আগে খবর রটেছিল শুটিং সেটে বোমা বিস্ফোরণে মারাত্মকভাবে আহত হয়েছেন সঞ্জয়। তার হাতে, কনুইয়ে ও মুখে চোট লেগেছে।
পরে সঞ্জয় জানিয়েছেন, খবরটি সঠিক নয়। এবারও এমন কিছু নয় কি না, সে বিষয়ে ভাবতে হচ্ছে এ অভিনেতার ভক্ত-অনুরাগীদের।