যুক্তরাজ্য প্রতিনিধি: গত বৃহস্পতিবার গ্রেটার সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশন লুটনের উদ্দ্যোগে স্থানীয় স্থানীয় এক কফি শপে সংগঠনের সভাপতি জনাব খুররম চৌধুরীর সভাপতিত্বে সংগঠনের কার্য্যনির্বাহী সদস্যদের নিয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সংগঠনের বিবিধ কার্য্যক্রম নিয়ে উপস্থিত সদস্যগণ আলোচনা করেন।সংগঠনকে গতিশীল করারা লক্ষ্যে সভায় উপস্থিত সদস্যগণের সর্বসম্মতিক্রমে
বেশ কিছু গুরুত্বপুর্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।
এছাড়া সভায় সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং কার্য্যক্রমের বিস্তৃতি সাধনের লক্ষ্যে সংগঠনের সভাপতি জনাব খুররম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি এমএ এন আহমেদ নানু মিয়া, সাধারণ সম্পাদক মনসুর আহমেদ রুবেল, কোষাধ্যক্ষ মিয়া মোহাম্মদ জামিল এবং সাংগঠনিক সম্পাদক জায়েদ মানিক চৌধুরীর সমন্বয়ে পাঁচ সদস্যের একটি কোর কমিটি গঠন করা হয়।
উপরোক্ত কোর কমিটিকে আগামী ২ মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব অর্পণ করা হয়।
উক্ত সভায় সংগঠনের সদস্য সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বৃহত্তর সিলেটের প্রবাসীদের সাথে ভালো সম্পর্ক সৃষ্টি করার উপর গুরুত্ব আরোপ করা হয়।
সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।