বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০১:১৪ অপরাহ্ন

এশিয়া কাপের দল নিয়েই বিশ্বকাপে যাবে বাংলাদেশ

  • আপডেট : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ২৪৬ Time View

আগামী এশিয়া কাপে চূড়ান্ত করা হবে ২০২৩ বিশ্বকাপের রূপরেখা। তার আগে দ্বিপক্ষীয় দুটি সিরিজে, পরীক্ষা-নিরীক্ষার ভেতর থেকে যাবে টিম টাইগার। কেবল নামের ভারে নয়, পারফরম্যান্স ছাড়া দলে টিকবে না কেউ-ই। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর ম্যাচে দাপুটে জয় বাংলাদেশের। অবশ্য এ জয়কে ছোট করে দেখার সুযোগ নেই৷ বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে হারের স্বাদ দিল টাইগাররা।

সিরিজ হারলেও তাই পুরোপুরি নিশ্চিন্ত বিসিবি প্রধান। প্রতিপক্ষের সক্ষমতা আর দ্বিপক্ষীয় সিরিজ খেলার অভাবেই এমন ব্যর্থতা বলে মত তার। তবে এবারের সফরের পর থেকে, টাইগারদের সঙ্গে থ্রি লায়ন্সদের সম্পর্ক আরও জোরদার হবে বলে প্রত্যাশা বিসিবি বসের।

সোমবার (৬ মার্চ) গণামাধ্যমের মুখোমুখি হয়ে পাপন বলেন, ‘ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সভাপতি প্রথম এসেছে বাংলাদেশে। তিনি নতুন। প্রথম ম্যাচটা এতটা কম্পিটিটিভ হয়েছে যে, তিনি বুঝতে পারছেন না কেন বাংলাদেশের সঙ্গে নিয়মিত ইংল্যান্ডের খেলা পড়ে না। তিনি কথা দিয়েছেন, দেশে গিয়ে এ বিষয়টার ওপর নজর দেবেন বেশি।’

তবে বড় দুশ্চিন্তার কারণ রিয়াদ-তামিম-মুস্তাফিজদের ফর্ম। বিশ্বকাপের কয়েক মাস বাকি থাকলেও, এখনো দলে তাদের জায়গা নিশ্চিত নয়। এশিয়া কাপের আগে দুটি দ্বিপক্ষীয় সিরিজে, তাই বড় রদবদলের সম্ভাবনা টাইগার ইলেভেনে৷ পাপন জানালেন, বিশ্বকাপে টাইগার স্কোয়াডের রূপরেখা পাওয়া যাবে আসন্ন মহাদেশীয় শ্রেষ্ঠত্বে।

পাপন বলেন, ‘একটা জিনিস যে, এখানে সবাইকে পারফর্ম করতে হবে। পারফর্ম করতে না পারলে আসলে কেউ টিকতে পারবে না। সামনে আমাদের দুটো সিরিজ আছে – এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে। এসব সিরিজে আমরা দু-একজনকে বিশ্রাম দিতে পারি। বিশ্রাম দিয়ে নতুন একটা প্লেয়ার দেখতে পারি; অপশন কে আছে সেটা দেখার জন্য। যদি আমার কখনো অপশন দরকার হয়, কে খেলবে? এটা নিয়ে কেউ যেন দুশ্চিন্তা না করে। আপনাদের মিডিয়ারও হুলস্থুল করার কিছু নেই। এশিয়া কাপের জন্য যে দলটা ঘোষণা করা হবে, সেটাই হবে বিশ্বকাপ স্কোয়াড। এটা মনে রাখতে হবে।’
শেষ ম্যাচে সাকিব ছাড়াও হেসেছে মুশফিকুর রহিমের ব্যাট। সিনিয়র এ ক্রিকেটারের রানে ফেরাটাও বড় স্বস্তির নাম পাপনের কাছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর