বাংলাদেশে পা রাখার আগে ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে ১৩৫ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছিল ইংল্যান্ড। তাদের চেয়ে চার পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে ছিল ভারত। আর ১৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছিল নিউজিল্যান্ড।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে জয়ের পর ভারতকে হটিয়ে ইংলিশরা দুইয়ে উঠে আসে। আর শুক্রবার (০৩ মার্চ) টানা দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজ জয়ের পাশাপাশি তারা উঠে আসে টেবিলের শীর্ষেও। ২৩ ম্যাচ শেষে তাদের পয়েন্ট এখন ১৫৫।
অন্যদিকে ২০ ম্যাচে ১২ জয়ে ১২০ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে অবস্থান করছে বাংলাদেশ। বাংলাদেশের সমান পয়েন্ট নিয়েও পাঁচে অস্ট্রেলিয়া। তারা খেলেছে ১৮ ম্যাচ।
আয়োজক ভারত বাদে আগামী মে মাসের মধ্যে আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে থাকা সেরা সাত দল সরাসরি সুযোগ পাবে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে। যে তালিকায় ইতোমধ্যে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও আফগানিস্তান। সরাসরি টিকিট পাওয়ার দৌড়ে বাকি এক দলের লড়াইয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড।