এক পুলিশ কর্মকর্তা জানান, ১৯-২০ বছর বয়সী দুই যুবক মান্নাতে প্রবেশের সময় সেখানে উপস্থিত নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়ে। পরে পুলিশ ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই দুই যুবক শাহরুখ খানের ভক্ত। শাহরুখকে দেখার জন্য তারা তার বাড়িতে প্রবেশের চেষ্টা করেছিল।
পুলিশ জানায়, দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুজনকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে কেন তারা শাহরুখ খানের বাড়িতে ঢুকেছিল?
সূত্রের বরাত দিয়ে আরেকটি সংবাদমাধ্যম জানিয়েছে, গভীর রাতে মান্নাতের পেছনের প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে ওই দুই যুবক। পরে তারা চুপচাপ বসে থাকে। কিন্তু বেশিক্ষণ চুপ করে বসে থাকতে পারেনি। কারণ সিসিটিভিতে ধরা পড়ে।
সূত্র: জি-২৪ ঘণ্টা