প্রথমবারের মতো ক্যামেরায় একসঙ্গের একটি ছবি দিয়ে ক্যাপশনে জলিল লিখেছেন, ‘রুবেল এবং অনন্ত জলিল আজ সকাল থেকে ‘কিল হিম’ সিনেমায় একসাথে অ্যাকশন দৃশ্যের শুটিং করছেন।’
একসঙ্গে শুটিংয়ে এখন বেশ সময় কাটাচ্ছেন এ দুই হিরো। শুটিংয়ের ফাঁকে অনন্ত জলিল জানান, ব্যক্তিগতভাবে নায়ক রুবেলকে ভীষণ পছন্দ অনন্ত জলিলের। তার সঙ্গে অবশেষে কাজ করতে পেরে বেশ উচ্ছ্বসিত তিনি।
অন্যদিকে নায়ক রুবেল জানান, জলিলের সঙ্গে প্রথম কাজ করছি। তার যে গুণটি বেশি চোখে পড়ল তা হলো, তিনি মানুষকে সম্মান জানাতে পছন্দ করেন। অযথাই অনেকে তার নামে ট্রোল করে, যা মোটেও ঠিক নয়।
এদিকে নতুন সিনেমা ‘ কিল হিম’-এ প্রধান চরিত্রে অনন্ত জলিল ও রুবেল ছাড়াও অভিনয় করছেন জলিলের স্ত্রী ও চিত্রনায়িকা বর্ষা। নতুন এ সিনেমাটি ২০২৩ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।