সামান্থা সম্প্রতি শুটিং শুরু করেছিলেন তার আসন্ন সিনেমা ‘সিটাডেল’-এর। আর সেই সিনেমার সেটেই স্টান্ট করতে গিয়ে কবচি কেটে ক্ষতবিক্ষত হয়েছে সামান্থার। কেটেছে দুই হাতের আঙুল। গত বছরের শেষের দিকে খবর আসে ভারতেও তৈরি হবে ‘সিটাডেল’, যেখানে অভিনয় করবেন ভারতের অভিনেতা বরুণ ধাওয়ান ও সামান্থা। সেই পরিকল্পনা অনুযায়ী শুরু হয়েছে সিরিজের শুটিংও। সেখানেই ঘটে বিপত্তি।
সামান্থা আহত হন তার একটি অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীন। একটি দৃশ্যে ঘুষি মারার শুটিং চলাকালীন আহত হন সামান্থা। জানা গেছে, আহত সামান্থার বেশ দেখভাল করছেন সিনেমার হিরো বরুণ ধাওয়ান। ‘ফ্যামিলি ম্যান’-এর পর রাজ ও ডিকে-র সঙ্গে এটি সামান্থার দ্বিতীয় কাজ। মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারত ছাড়াও ‘সিটাডেল’ সিরিজের শুটিং হবে ইটালিতে। তবে এই সিরিজ মুক্তির তারিখ এখনও প্রকাশ্যে আসেনি।