গত ২৭ ফেব্রুয়ারি দিবাগত রাতে প্যারিসে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে বিজয়ী হিসেবে লিওনেল মেসির নাম ঘোষণা করা হয়। পরে আর্জেন্টাইন সুপার স্টার মেসির হাতে ফিফা দ্য বেস্ট মেনস ফুটবলার অ্যাওয়ার্ড তুলে দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
নিয়ম অনুযায়ী অনুষ্ঠান শেষে ঘোষণা করা হয় ভোটের তালিকা। প্রতি বছর এই তালিকা নিয়ে তৈরি হয় তুমুল আলোচনা-সমালোচনা। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। অস্ট্রিয়ায় অধিনায়ক ডেভিড আলাবাকে নিয়ে চটেছেন রিয়াল সমর্থকেরা। কেন ক্লাব সতীর্থ রেখে মেসিকে প্রথমে ভোট দেয়া হলো?
এই প্রশ্নের জবাবে আলাবা একটি টুইট বার্তা দিয়েছেন। যেখানে তিনি বলেছেন, ‘আমি বেনজেমাকে অনেক পছন্দ করি। কিন্তু একটি দলের অধিনায়ক হিসেবে ভোট দিতে গেলে বাকি খেলোয়াড়দের মতামতও আমাকে শুনতে হয়। এই কারণে প্রথম ভোট মেসিকে দেয়া হয়েছে। কিন্তু আমার সবচেয়ে পছন্দের স্ট্রাইকার বেনজেমা।’
আলাবা প্রথম ভোটটি মেসিকে দিয়েছেন। দ্বিতীয় ভোট তিনি দিয়েছেন বেনজেমাকে। তৃতীয় ভোট দিয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে।
এ দিকে মেসিকে ভোট দেয়ায় রিয়াল মাদ্রিদ ভক্তরা টুইটারে ক্ষোভ ঝেড়েছেন। অনেকে লিখছেন, ডেভিড আলাবাকে রিয়াল থেকে বের করে দেয়া হোক। তার জায়গা এই ক্লাবে হবে না।