শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০১:০১ অপরাহ্ন

আকস্মিক কিয়েভ সফরে সৌদি পররাষ্ট্রমন্ত্রী, ৪০ কোটি ডলার সহায়তা

  • আপডেট : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৩৭ Time View

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মধ্যেই কিয়েভ সফর করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান । রুশ সংবাদমাধ্যম আরটি জানায়, রোববার (২৬ ফেব্রুয়ারি) প্রিন্স ফয়সাল আকস্মিক সফরে ইউক্রেনে পৌঁছান। এ সফরে ইউক্রেনকে ৪০ কোটি ডলার সহায়তা দেয়ার চুক্তি সই হয়।

কিয়েভে প্রিন্স ফয়সাল বিন ফারহান ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবাসহ অন্য শীর্ষ ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গেও দেখা করেছেন। পরে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।

এ সময় ইউক্রেনে মানবিক সহায়তা দেয়ার জন্য কিয়েভের সাথে ১শ’ মিলিয়ন ডলারের যৌথ সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেন। কিয়েভ সফরের সময় প্রিন্স ফয়সাল সৌদি আরবের নিরপেক্ষ অবস্থানের কথা আবারও তুলে ধরেন। বলেন, ‘আমরা সব পক্ষের সাথে সংকট নিরসনের সুযোগ নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছি।’

এছাড়া সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্টের মাধ্যমে ইউক্রেনের জ্বালানি সরবরাহ নিশ্চিতের লক্ষ্যে ৩শ’ মিলিয়ন ডলারের সমঝোতা স্বারকও স্বাক্ষর করেন তারা। গত বছরের অক্টোবরে জেলেনস্কির সঙ্গে ফোনালাপের পর ইউক্রেনের জন্যে সহায়তা প্যাকেজ ঘোষণা করেছিলেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

সৌদি আরব বারবার রাশিয়া এবং ইউক্রেন উভয়কেই সংযম দেখানোর আহ্বান জানিয়েছে এবং চলমান সঙ্কট কমিয়ে আনার পক্ষে কথা বলেছে।

এক বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে, সৌদি আরব উভয় পক্ষের সাথে সম্পর্ক বজায় রেখে নিরপেক্ষ অবস্থান নিয়েছে। বিশেষ করে ওপেক প্লাস সদস্য মস্কোর সাথে সম্পর্ক বজায় রেখে কিয়েভকে মানবিক সহায়তা দিচ্ছে সৌদি আরব। এছাড়া চলমান সংঘর্ষে মধ্যস্থতাকারী হওয়ার চেষ্টা করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর