কিয়েভে প্রিন্স ফয়সাল বিন ফারহান ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবাসহ অন্য শীর্ষ ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গেও দেখা করেছেন। পরে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।
এছাড়া সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্টের মাধ্যমে ইউক্রেনের জ্বালানি সরবরাহ নিশ্চিতের লক্ষ্যে ৩শ’ মিলিয়ন ডলারের সমঝোতা স্বারকও স্বাক্ষর করেন তারা। গত বছরের অক্টোবরে জেলেনস্কির সঙ্গে ফোনালাপের পর ইউক্রেনের জন্যে সহায়তা প্যাকেজ ঘোষণা করেছিলেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।
এক বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে, সৌদি আরব উভয় পক্ষের সাথে সম্পর্ক বজায় রেখে নিরপেক্ষ অবস্থান নিয়েছে। বিশেষ করে ওপেক প্লাস সদস্য মস্কোর সাথে সম্পর্ক বজায় রেখে কিয়েভকে মানবিক সহায়তা দিচ্ছে সৌদি আরব। এছাড়া চলমান সংঘর্ষে মধ্যস্থতাকারী হওয়ার চেষ্টা করছে।