হোম অব ক্রিকেটে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বেশ ব্যস্ত সময় কাটিয়েছেন ক্রিকেটাররা। অনুশীলন পর্ব ছিল ৮ ঘণ্টারও বেশি। প্রথম দিনের প্রস্তুতি ম্যাচ শেষে, দ্বিতীয় দিনে বুঝিয়ে দেয়া হয় ম্যাচ পরিস্থিতি।
বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘মিডল অর্ডারে আমরা একটা খেলোয়াড় চাচ্ছি, যে আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাটিং করতে পারে। সেই হিসেবে আমরা হৃদয়কে তৈরি করছি। যেহেতু এইচপিতেও সে যথেষ্ট ভালো করেছে, তো আশা করছি এখানেও সে নিজেকে মানিয়ে নেবে।’
ব্যাট হাতে প্রস্তুতিটা ভালো কেটেছে মুশফিক আর আফিফেরও। অন্যদিকে বল হাতে আলো ছড়ান তাসকিন, মুস্তাফিজ আর হাসান মাহমুদ। এদিকে শেষ ৬ মাসে আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি তামিম ইকবাল। বিপিএলটাও ছিল হতাশার। ঘরের মাঠে ভালো করতে এদিন ব্যাট হাতে নেমে গেলেন দ্বিতীয়বার।
কেবল প্রাকটিস ম্যাচ নয়, তামিমকে নিয়ে এদিন আলাদা করে কাজ করে গোটা কোচিং প্যানেল। বোলিং মেশিনের সামনে কংক্রিটের স্ল্যাব, টাইগার কাপ্তানের বড় পরীক্ষার নাম হতে পারেন মার্ক উড-জোফরা আর্চার।
নেটে তামিমের সঙ্গী ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ক্যারিয়ারের সায়াহ্নে চলে আসা এই টাইগার ব্যাটারের পরীক্ষা নিতে, নবিশ এক লেগস্পিনারের দেখা মেলে ইনডোরে। হাথুরু যখন মরিয়া একজন লেগির খোঁজে, তখন লিখন-বিপ্লব-রিশাদের পর মাসুমও হতে পারেন সমাধানের নাম।