ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার প্রভাব পড়েছে দুই দেশের সাংস্কৃতিক সম্পর্কেও। উরি হামলার পরই পাক শিল্পীদের কাজের ব্যপারে বিতর্ক তৈরি হয়েছিল, পুলওয়ামা হামলার পর কফিনে শেষ পেরেক ঠোকা হয়। বর্তমানে ভারতে পাক শিল্পীদের কাজের ব্যাপারে অলিখিত নিষেধাজ্ঞা জারি রয়েছে। সম্প্রতি ‘তু ঝুঠি ম্যায় মক্কার’-এর প্রচারে নিজের কথা ফিরিয়ে নিয়ে রণবীর জানান, তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছিল। কোনোভাবেই বিতর্কের কারণ হতে চাননি তিনি।
রণবীর বলেন, ‘আমার মনে হয় না বিরাট কোনো বিতর্ক হয়েছে। তবে আমার কাছে ফিল্ম হলো ফিল্ম, আর শিল্প হলো শিল্প। অ্যায় দিল হ্যায় মুশকিলে ফাওয়াদের সঙ্গে কাজ করেছি। আমি পাকিস্তানের অনেক শিল্পীকে চিনি। রাহাত (ফতেহ আলি খান) এবং আতিফ আসলাম-এর মতো অসাধারণ গায়করা হিন্দি ছবিতে নিজেদের অবদান রেখেছেন। সুতরাং সিনেমা হল সিনেমা এবং আমি মনে করি না সিনেমা সীমানা দেখে হতে পারে। আপনাকে শিল্পকে সম্মান করতে হবে, তবে একই সঙ্গে মনে রাখতে হবে, শিল্প কোনোদিনই দেশের চেয়ে বড় নয়।’
সূত্র: হিন্দুস্তান টাইমস