বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৭:৫৪ পূর্বাহ্ন

পাকিস্তানের সিনেমায় কাজ প্রসঙ্গে রণবীরের সুরবদল!

  • আপডেট : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৩৮ Time View

পাকিস্তানের সিনেমায় অভিনয় করা প্রসঙ্গে সুর বদলালেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে গত বছর ডিসেম্বরে ‘রেড সি ইন্টারন্যাশন্যাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এর মঞ্চে পাকিস্তানি ছবিতে কাজের ইচ্ছা প্রকাশ করেছিলেন রণবীর কাপুর।

ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার প্রভাব পড়েছে দুই দেশের সাংস্কৃতিক সম্পর্কেও। উরি হামলার পরই পাক শিল্পীদের কাজের ব্যপারে বিতর্ক তৈরি হয়েছিল, পুলওয়ামা হামলার পর কফিনে শেষ পেরেক ঠোকা হয়। বর্তমানে ভারতে পাক শিল্পীদের কাজের ব্যাপারে অলিখিত নিষেধাজ্ঞা জারি রয়েছে। সম্প্রতি ‘তু ঝুঠি ম্যায় মক্কার’-এর প্রচারে নিজের কথা ফিরিয়ে নিয়ে রণবীর জানান, তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছিল। কোনোভাবেই বিতর্কের কারণ হতে চাননি তিনি।
রণবীর বলেন, ‘আমার মনে হয় না বিরাট কোনো বিতর্ক হয়েছে। তবে আমার কাছে ফিল্ম হলো ফিল্ম, আর শিল্প হলো শিল্প। অ্যায় দিল হ্যায় মুশকিলে ফাওয়াদের সঙ্গে কাজ করেছি। আমি পাকিস্তানের অনেক শিল্পীকে চিনি। রাহাত (ফতেহ আলি খান) এবং আতিফ আসলাম-এর মতো অসাধারণ গায়করা হিন্দি ছবিতে নিজেদের অবদান রেখেছেন। সুতরাং সিনেমা হল সিনেমা এবং আমি মনে করি না সিনেমা সীমানা দেখে হতে পারে। আপনাকে শিল্পকে সম্মান করতে হবে, তবে একই সঙ্গে মনে রাখতে হবে, শিল্প কোনোদিনই দেশের চেয়ে বড় নয়।’

সম্প্রতি জাভেদ আখতারের মন্তব্যকে ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়ায়। পাকিস্তানে ফয়েজ আহম্মেদ ফয়েজের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন গীতিকার। লাহোরে বসেই ২৬/১১ মুম্বই হামলার জন্য পাকিস্তানিদের দিকে আঙুল তুলেছেন জাভেদ আখতার, এর জেরেই বর্ষয়ীন কবি-গীতিকারের ওপর ক্ষুব্ধ সে দেশের তারকারা। এবার পাল্টি খেলেন রণবীর কাপুর!

সূত্র: হিন্দুস্তান টাইমস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর