চলতি মৌসুমে ইউরোপের দ্বিতীয় সেরা টুর্নামেন্ট ইউরোপা লিগের শেষ ষোলোর জন্য লড়াই করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড, মোনাকো, বার্সেলোনা, য়্যুভেন্তাসের মতো ক্লাবরা। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে তৃতীয় স্থানে থেকে শেষ করা ক্লাবগুলো ইউরোপা লিগের গ্রুপ পর্বের রানার্স আপ দলগুলোর সঙ্গে লড়াই করে শেষ ষোলো নিশ্চিত করেছে।
যার ফলে ইউরোপা লিগের গ্রুপ পর্বে শীর্ষে থাকা ৮ দল শেষ ষোলো আগেই নিশ্চিত করেছে এবং বাকি ৮ দল নকআউট পর্ব খেলে শেষ ষোলো নিশ্চিত করেছে। একনজরে দেখে নেয়া যাক কোন ষোলো দল পরের রাউন্ড নিশ্চিত করেছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হবে।
ইউরোপা লিগের শেষ ষোলো দল
আর্সেনাল (ইংল্যান্ড), ফেনারবাচে (তুরস্ক), ফেরেনকভারস (হাঙ্গেরি), ফেইনুর্ড (নেদারল্যান্ডস), এসসি ফ্রেইবার্গ (জার্মানি), রিয়াল সোসিয়েদাদ (স্পেন), রিয়াল বেতিস (স্পেন), ইউনিয়ন সেন্ট-গিলোইস (বেলজিয়াম), ম্যানচেস্টার ইউনাইটেড (ইংল্যান্ড), য়্যুভেন্তাস (ইতালি), রোমা (ইতালি), বায়ার্ন লেভারকুজেন (জার্মানি), সেভিয়া (স্পেন), শাখতার ডোনেটস্ক (ইউক্রেন), স্পোর্টিং সিপি (পর্তুগাল), ইউনিয়ন বার্লিন (জার্মানি)।