ফয়সাল আহাম্মেদ দ্বীপ, তুলুজ, ফ্রান্সঃ ফ্রান্সের পিংক সিটি তুলুজে স্থায়ী শহীদ মিনারে পূষ্পার্ঘ্য অর্পন করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে প্রবাসী বাংলাদেশীরা। প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষার ইতিহাস, ভাষার চর্চা ও গুরত্ব তুলে ধরার পাশাপাশি ভিন দেশীদের কাছে মায়ের ভাষার জন্য প্রাণ দেয়া বাঙ্গালী জাতীর বীরত্ব গাথা মেলে ধরবে এই স্থায়ী স্মৃতি স্তম্ভ ।
মায়ের ভাষা বাংলা অধিকার আদায়ে যারা জীবন দিয়েছেন তাদের স্মৃতিকে স্বরন করে বিনম্র শ্রদ্ধায় অমর একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে তুলুজ বাংলাদেশী কমিউনিটি অ্যাসোসিয়েশন।
কেন্দ্রিয় শহীদ মিনারের আদলে নির্মিত স্থায়ী শহীদ মিনারে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের উপস্থিতিতে পুষ্পমাল্য অর্পন করেন তুলুজ সিটির ডিপুটি মেয়র খ্রিষ্টপ আলভেজ, সংগঠনের সভাপতি ফখরুল আকম সেলিম, স্থানীয় প্রবাসী বাংলাদেশীরা।
ডিপুটি মেয়র তার বক্তব্যে তুলুজের প্রবাসী বাংলাদেশীদের ধন্যবাদ দিয়ে বলেন, এই স্মৃতি স্তম্ভটি ফ্রান্সের মধ্যে তুলুজে প্রথম নির্মিত হয়েছে। আমরা খুবই গর্বিত। তুলুজ এমন একটি শহর একে অপরের সংস্কৃতি বিনিময়ে গুরুত্বের সাথে দেখে এবং তাদের অধিকার রক্ষায় বদ্ধ পরিকর। সভাপতি বলেন, প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষার ইতিহাস, ভাষার চর্চা ও গুরত্ব তুলে ধরার পাশাপাশি ভিন দেশীদের কাছেও বাংলাকে মেলে ধরবে এই শহীদ মিনার।
সংক্ষিপ্ত আলোচনা সভায়, সাকের ও চৌধুরী আমিনুর রহমানর উপস্থাপনায় সংগঠনের সভাপতি ফখরুল আকম সেলিমের সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন তুলুজ সিটির ডিপুটি মেয়র খ্রিষ্টপ আলভেজ। এছাড়াও বক্তব্য রাখেন, সংগঠনের কোষাদক্ষ তাজিম উদ্দিন খোকন, উপদেষ্ঠা ফারুক হোসাইন, উপদেষ্ঠা মোতালেব হোসেন, উপদেষ্ঠা শাহীন, সিনিয়র নির্বাহী সদস্য রেজাউল হক খান রাজু, কেন্টন শেখর, ফিরোজ আলম মামুন, সিফাত, আকাশ চৌধুরী, শাকিল চৌধুরী, হাসিব উল আহসান সহ আরো অনেকে।
বাঙালির ভাষা, সাহিত্য, সংস্কৃতি সহ সবকিছুতেই একুশের চেতনা বিদ্যমান। ২১ ফ্রেব্রুয়ারী ১৯৫২ সালে বাঙালি জাতিসত্তা বিকাশের যে সংগ্রামের সূচনা হয়েছিল, মুক্তিযুদ্ধের গৌরবময় অধ্যায়ের পথ বেয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের মধ্য দিয়ে তা চূড়ান্ত পরিণতি লাভ করে।
তাই তো একুশে ফেব্রুয়ারী বাংঙ্গাীর কাছে চির প্রেরণার প্রতীক।