বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৭:৫৪ পূর্বাহ্ন

‘ওয়েলকাম থ্রি’তে অক্ষয় কুমারের সঙ্গে ‘মুন্না ভাই’ ও ‘সার্কিট’

  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৫২ Time View

মজনু ভাই, উদয় শেট্টি ভাই, আরডি এক্স—এসব চরিত্র মানেই দমফাটা হাসি। আনীস বাজমীর ‘ওয়েলকাম’ ছবির এসব চরিত্র আজও বলিউড সিনেমাপ্রেমীদের মনে থাকার কথা। এবার ‘ওয়েলকাম’ সম্পূর্ণ নতুন রূপে আসছে। জানা গেছে, দর্শকদের মন জয় করার জন্য নতুন নতুন সুংযোজন থাকবে এই ছবির তৃতীয় মৌসুমে।
২০০৭ সালে মুক্তি পেয়েছিল আপাদমস্তক কমেডি ছবি ‘ওয়েলকাম’। এই ছবির মূল চরিত্রে ছিলেন অনিল কাপুর, নানা পাটেকর, অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ, মল্লিকা শেরাওয়াতসহ আরও অনেকে। আনীস বাজমী পরিচালিত এই ছবি শুধু দর্শককে মনোরঞ্জন করেনি, বক্স অফিসেও ঝড় তুলেছিল। এই সাফল্যের রেশ ধরে ছবির নির্মাতারা এনেছিলেন ‘ওয়েলকাম ব্যাক’।

এই সিকুয়েল ছবিটি ২০১৫-তে মুক্তি পেয়েছিল। তবে ‘ওয়েলকাম ব্যাক’-এ অক্ষয় কুমার আর ক্যাটরিনার পরিবর্তে জুটি বেঁধে এসেছিলেন জন আব্রাহাম-শ্রুতি হাসান।

নতুন খবর ‘ওয়েলকাম’ ছবির নির্মাতারা এর তৃতীয় মৌসুম আনতে জোরেসোরে মাঠে নেমেছেন। ‘ওয়েলকাম থ্রি’তে আবার তারা অক্ষয় কুমারকে ফিরিয়ে আনছেন।

তবে নির্মাতারা সবচেয়ে বড় চমক দিতে চলেছেন ‘মুন্নাভাই’ আর ‘সার্কিট’ জুটিকে এনে। তার মানে অক্ষয় কুমারের সঙ্গে এবার সঞ্জয় দত্ত আর আরশদ ওয়ারশিকে দেখা যাবে। রাজকুমার হিরানীর ‘মুন্না ভাই এমবিবিএস’ ছবিতে মুন্না ভাই-সার্কিট জুটি সবার হৃদয়ে জায়গা করে নিয়েছিল। তাই পর্দায় অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত আর আরশদ ওয়ারশিকে একসঙ্গে দেখা এক রোমাঞ্চকর অভিজ্ঞতা হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না।

প্রথমে শোনা গিয়েছিল ‘ওয়েলকাম’ ফ্রাঞ্চাইজির তৃতীয় ভাগের নাম রাখা হবে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। কিন্তু না, সর্বশেষ খবর অনুযায়ী এই ছবির তৃতীয় মৌসুমের নাম রাখা হবে ‘ওয়েলকাম থ্রি’।

ফিরোজ নাদিয়াদওয়ালা প্রযোজিত এই ছবির পরিচালনার দায়িত্ব কার কাঁধে দেওয়া হবে তা এখনো জানা যায়নি। ‘ওয়েলকাম’ ফ্রাঞ্চাইজির প্রথম দুই ভাগ পরিচালনা করেছিলেন খ্যাতনামা পরিচালক আনীস বাজমী।

এদিকে অক্ষয় কুমার আবার একটি হিট ফ্রাঞ্চাইজির তৃতীয় ভাগে আসতে চলেছেন। তাঁকে দেখা যাবে কমেডি ছবি ‘হেরা ফেরি’-র তৃতীয় মৌসুমে। প্রথমে খবর ছিল যে অক্ষয় কুমার এই ছবিতে অভিনয় করবেন না।

কিন্তু এখন নিশ্চিত যে ‘হেরা ফেরি’ ছবির মূল তিন অভিনেতা অক্ষয় কুমার, সুনীল শেঠি, আর পরেশ রাওয়ালকে এর তৃতীয় মৌসুমে দেখা যাবে। ইতিমধ্যে ‘হেরা ফেরি থ্রি’ ছবির শুটিং শুরু হয়েছে। এই কমেডি ছবির সেটের ছবি সদ্য ফাঁস হয়েছে। ‘হেরা ফেরি থ্রি’-র শুটিংয়ের শেষ পর্যায়ে ‘ওয়েলকাম থ্রি’ ছবির শুটিং শুরু হবে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর