শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১২:০৮ অপরাহ্ন

ইউক্রেন যুদ্ধে কখনো বিজয় অর্জন করতে পারবে না রাশিয়া: বাইডেন

  • আপডেট : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪২ Time View

ইউক্রেন যুদ্ধে কখনো বিজয় অর্জন করতে পারবে না রাশিয়া বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পোল্যান্ডে এক সমাবেশে যোগ দিয়ে তার দাবি, ইউক্রেনে মানবতাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে রুশ সেনারা।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) আল জাজিরার প্রতিবেদনে উঠে আসে এ তথ্য।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এক বছরপূর্তির ঠিক আগমুহূর্তে পোল্যান্ড সফর করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সফরের অংশ হিসেবে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) এক সমাবেশে যোগ দেন তিনি। এ সময় কিয়েভ পরিস্থিতি তুলে ধরেন বাইডেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে জ্বালাময়ী বক্তব্যে তিনি বলেন, ইউক্রেনে মানবতাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে রুশ সেনারা। তবে এই যুদ্ধে পুতিন জয়ের মুখ দেখবে না বলে দাবি করেন বাইডেন।

প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘গত বছর এই জায়গায় আমি যে কথা বলেছিলাম, সেটা আবারও পুনর্ব্যক্ত করছি। বর্বরতা কখনোই স্বাধীন মানুষের ইচ্ছাকে দমিয়ে দিতে পারে না। ইউক্রেনে রাশিয়া কখনোই বিজয় লাভ করবে না।

তিনি আরও বলেন, প্রেসিডেন্ট পুতিন এখনো পশ্চিমাদের দৃঢ়তা বুঝতে পারেননি বলে মনে করেন বাইডেন। সামনে কঠিন দিন আসছে উল্লেখ করে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও মিত্ররা দীর্ঘমেয়াদে ইউক্রেনের পাশে থাকবে। বিশ্ব কিয়েভের পতন দেখে ফেলেছিল। কিন্তু আমি মাত্র কিয়েভ থেকে ফিরেছি। চির উন্নত শির নিয়ে দাঁড়িয়ে আছে শহরটি বলেও উল্লেখ করেন বাইডেন।’

ইউক্রেনে হামলার জেরে রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা দেয়ার কথাও জানান বাইডেন। এমনকি পুতিনের জন্য ফিনল্যান্ড ও সুইডেনকে ন্যাটোভুক্ত করার ক্ষেত্র তৈরি হয়েছে বলেও মনে করেন তিনি।

এদিকে রুশ বাহিনীর হামলা ঠেকাতে আরও ৫০ কোটি ডলারের সামরিক সহায়তার ঘোষণা দিয়েছেন বাইডেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর