বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৮:০২ পূর্বাহ্ন

শাহরুখের নামে এফআইআরের হুমকি ভক্তের!

  • আপডেট : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪৪ Time View

‘পাঠান’র পালে হাওয়া লাগায় বেশ ফুরফুরে মেজাজে আছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। খোশ মেজাজে থাকা বাদশাহ সোমবার (২০ ফেব্রুয়ারি) টুইটারে ভক্তদের সঙ্গে আড্ডায় মেতেছিলেন। তবে আড্ডায় ভক্তের এফআইআর করার হুমকিতে কিছুটা বিব্রতকর অবস্থায় পড়তে হয় তাকে।

দুপুর ২টা থেকে ১৫ মিনিট টুইটারে ভক্তদের সঙ্গে আড্ডার প্রথম অংশ বেশ জমিয়েছিলেন তিনি। তবে একে একে ভক্তদের প্রশ্নের তীরে পড়তে থাকেন এ অভিনেতা।

‘আস্ক এসআরকে’ সেশনে টুইটারে এক ভক্ত তাকে প্রশ্ন করেন, কে দখল করবে তার সিংহাসন? উত্তরে শাহরুখ বলেন, ‘‘আমি অভিনয় থেকে কখনও অবসর নেবো না। আমাকে তাড়িয়ে দিতে হবে। হয়তো তার পরেও আমি আরও নতুন অবতারে ফিরে আসবো!’’

আরেক ভক্ত প্রশ্ন করেন, পাঠানে এমন ফটোশুট তিনি কীভাবে করলেন? উত্তরে শাহরুখ বলেন, আসলে বডি দেখানোর এ শুটে আমি খুব লজ্জা পাচ্ছিলাম।

আড্ডায় এক ভক্ত শাহরুখের বিরুদ্ধে এফআইআর করার হুমকিও দেন। হুমকি দেয়া সেই ভক্ত লেখেন, ‘খান সাহেব আপনার বিরুদ্ধে এফআইআর দায়ের করছি। বলব এই মানুষটা মিথ্য়া কথা বলে যে ওনার বয়স ৫৭ বছর।’

এ প্রশ্নের উত্তরে নিজের আসন্ন ছবি ‘জওয়ান’-এর রেশ টেনে অভিনেতার সোজা জবাব, ‘প্লিজ ভাই কোনো অভিযোগ করিস না। ঠিক আছে আমি মেনে নিচ্ছি যে আমার বয়স ৩০। এবার তো সত্যিটা বলে দিলাম… এই জন্যই আমার পরের ছবির নাম জওয়ান।’

এ আড্ডায় নিজের এত বছরের বিবাহিত সম্পর্ক কীভাবে টিকে আছে তাও ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন শাহরুখ। ভক্তদের তিনি জানিয়েছেন, স্ত্রী গৌরীর ‘সোনায় মোড়া হৃদয়’-এর জেরেই সুখী গৃহকোণ শাহরুখের সংসারে।

সূত্র: হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়া  

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর