জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন চিত্রনায়িকা পূজা চেরী। সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে ক্ষমা চেয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এ নায়িকা।
গেল বছর ২৩ সেপ্টেম্বর শাকিব ও পূজা চেরীকে নিয়ে গুঞ্জনের সৃষ্টি হয় শোবিজ অঙ্গনে। সেই গুঞ্জজনের ইঙ্গিত দিলেন না তো পূজা? নায়িকার এমন স্ট্যাটাসের পর থেকে প্রশ্নের জন্ম দিয়েছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তবে এ বিষয়ে কোনো সত্যতা পাওয়া যায়নি।
এদিকে পূজার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার নম্বর বন্ধ পাওয়া যায়। পূজার স্ট্যাটাসটি নিচে হুবহু তুলে ধরা হলো-
‘আমি পূজা চেরী। আমার ১৪ বছর বয়সে জাজ আমাকে নায়িকা হিসেবে launch করে। আমি জাজেরই সৃষ্টি, জাজেরই মেয়ে। আগে মনে করতাম জাজ মানে শুধুই জাজ। কিন্তু আসলে জাজ মানে আব্দুল আজিজ ভাইয়া, খোকন ভাইয়া , বাপ্পি ভাইয়া, মাহি আপু , ফারিয়া আপু,রোশান, সিয়াম, সৈকত নাসির ভাইয়া, রাফি ভাইয়া সহ আরো অনেকে মিলেই জাজ। আমার অল্প বয়সের কারণে আমি একটি ভুল করেছি । আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। আমাকে আপনাদের ছোট বোন ও সহকর্মী হিসেবে ক্ষমা করে দিবেন।’