এক, দুইজন নয়, গুনে গুনে ১০০ জনকে নিজের টাকা খরচ করে ঘুরতে পাঠালেন বিজয়। বিমানে করে তাদের পাঠিয়েছেন মানালি ঘুরার জন্য। অভিনেতা নিজেই তার ভক্তদের মানালি যাত্রার ছবি ও ভিডিও শেয়ার করেছেন ইনস্টাগ্রাম এবং টুইটারে। পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে তার ভক্তরা দারুণ খুশি। তাদের সবার মুখেই বিজয়ের জয়ধ্বনি।
এই ক্লিপ শেয়ার করে বিজয় লেখেন, ‘এই মিষ্টি ভিডিওটা ওরা আমাকে ফ্লাইট থেকে পাঠিয়েছে। পাহাড়ে ছুটি কাটাতে যাচ্ছে ওরা সবাই। আমি ভীষণ খুশি।’ এরপর তিনি হ্যাশট্যাগ ব্যবহার করে লেখেন, ‘দেবেরাসান্টা।’
ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানানোয় বিজয় দেবেরাকোন্ডা বরাবরই ব্যতিক্রমী একজন তারকা। বেশ কয়েকবছর ধরেই ভক্তদের নানারকম উপহার দিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আসছেন বিজয়। প্রথম বছরে তিনি মাসাব ট্যাংকের জওহরলাল নেহরু স্থাপত্য ও চারুকলা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন এবং ৫০ জন ভক্তকে নির্বাচন করেন যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজয়কে ফলো করেন। তাদের সবাইকে বিশেষ উপহার দেয়া হয়েছিল।