বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৮:২৪ পূর্বাহ্ন

সৌদি আরবে রেস্তোরাঁ খুলছেন রোনালদো

  • আপডেট : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২১ Time View

গত ডিসেম্বরে সবাইকে অবাক করে সৌদি কালব আল নাসরের সঙ্গে চুক্তি করেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর থেকেই দেশটির অর্থনীতিতে কীভাবে অবদান রাখতে পারেন, তা নিয়ে অবশ্যই বেশ চিন্তা করেছেন সাবেক এই ম্যানইউ তারকা। এবার মাঠের খেলার পাশাপাশি দেশটিতে নিজের রেস্তোরাঁ খোলার পরিকল্পনা নিয়েছেন সিআর সেভেন।

একজন সফল খেলোয়াড়ের পাশাপাশি রোনালদো একজন সফল ব্যবসায়ীও। বিশ্বের বিভিন্ন দেশে রেস্তোরাঁ, ফিটনেস সেন্টার, পোশাক এবং সুগন্ধি ব্র্যান্ডসহ নানা খাতে বিনিয়োগ করেছেন তিনি। তবে এবার সৌদি আরবে প্রথমবারের মতো বিনিয়োগ করতে যাচ্ছেন তিনি।

গত বছর এমএবিইএল হসপিটালিটি গ্রুপের হাত ধরে যাত্রা শুরু করেছিল টোটো নামের রেস্তোরাঁটি। যেখানে রোনালদোর ছাড়াও বিনিয়োগ আছে টেনিস তারকা রাফায়েল নাদাল এবং দুই বাস্কেটবল তারকা পাউ গাসোল ও রুডি ফার্নান্দেজের। সেই টোটো রেস্তোরাঁর একটি শাখা সৌদি আরবে খুলতে যাচ্ছেন রোনালদো।

দুদিন আগে ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে রোনালদো লিখেছেন, ‘মাদ্রিদে আমার পছন্দের ইতালিয়ান রেস্তোরাঁটির সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। শিগগিরই এটি মধ্যপ্রাচ্যেও যাত্রা শুরু করবে।’

সৌদি আরবে রোনালদোর প্রথম রেস্তোরাঁর যাত্রা শুরু করতে গেলেও মধ্যপ্রাচ্যে রোনালদোর আগেও রেস্তোরাঁ রয়েছে। কাতার বিশ্বকাপে সতীর্থদের নিয়ে নিজের রেস্তোরাঁয় গিয়েছিলেন রোনালদো। মধ্যপ্রাচ্য ছাড়াও রোনালদোর বেশকিছু রেস্তোরাঁ রয়েছে পর্তুগালের লিসবনে।

সৌদি ক্লাব আল নাসরের হয়ে এরই মধ্যে নিজের জাত চিনিয়েছেন। কিছুদিন আগেই আল ওয়েহদার বিপক্ষে এক ম্যাচে চার গোল করেছেন রোনালদো। এরপর এখনও মাঠে নামেনি আল নাসর। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে তাওউনের বিপক্ষে মাঠে নামবে রোনালদোর দল।v

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর