অনুষ্ঠানের শুরুতে আলোচনা পর্বে বক্তব্য দেন মঞ্চসারথি আতাউর রহমান ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর। সভাপতি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও একুশে পদকপ্রাপ্ত ঋত্বিক নাট্যজন লিয়াকত আলী লাকী।
এরপর পরিবেশিত হয় মনোমুগ্ধকর অ্যাক্রোবেটিক প্রদর্শনী। কবি কণ্ঠে কবিতা পাঠ করেন কবি নির্মলেন্দু গুণ, সংগীত পরিবেশন করেন মন্টি দাস, ক্লোজআপ ওয়ানখ্যাত সালমাসহ একাডেমির গুণী শিল্পীরা।
এ ছাড়াও পরিবেশিত হয় বিভিন্ন সাংস্কৃতিক দলের নৃত্য, সংগীত ও আবৃত্তি পরিবেশনা।