প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কার বিদ্যুৎ নিয়ন্ত্রক সংস্থা বিদ্যুতের দাম ৬৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব অনুমোদন দিয়েছে। দ্বীপ দেশটি আইএমএফের ঋণ সুরক্ষিত করার জন্য এ নিয়ে গত কয়েক মাসের মধ্যে দ্বিতীয় দফায় ব্যাপকভাবে বিদ্যুতের মূল্যবৃদ্ধি করল।
শ্রীলঙ্কার জ্বালানি ও বিদ্যুৎমন্ত্রী কাঞ্চনা উইজেসেকেরা মূল্য বৃদ্ধির এই ঘোষণা দেন। গত বছরও ৭৫ শতাংশ বেড়েছিল বিদ্যুতের দাম। ফলে গত বছরের তুলনায় জানুয়ারিতে ৫৪ শতাংশ বেশি মূল্যস্ফীতি ও ৩৬ শতাংশ পর্যন্ত আয়করের বোঝায় চরম দুর্দশায় আছে দেশটির জনগণ। সবশেষ এই উদ্যোগে দেশটির জনগণের দুর্ভোগ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।
২০১৯ সালের শেষ দিকে শ্রীলঙ্কার তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে জনতুষ্টিমূলক কর কর্তনের পদক্ষেপ নেন। এরপর করোনা মহামারির জেরে ধাক্কা লাগে দেশটির অর্থনীতিতে। কমে যায় সরকারের রাজস্ব। মুদ্রার মান কমে যাওয়ায় উচ্চাভিলাষী অবকাঠামোগত প্রকল্প বাস্তবায়নে নেয়া বৈদেশিক ঋণ পরিশোধে হিমশিম খেতে থাকে শ্রীলঙ্কা।