শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১২:১৮ অপরাহ্ন

ফ্রান্স-যুক্তরাষ্ট্র থেকে উড়োজাহাজ কিনতে চুক্তি ভারতীয় বিমান সংস্থার

  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪০ Time View

ফ্রান্স ও যুক্তরাষ্ট্র থেকে রেকর্ড ৪৭০টি যাত্রীবাহী উড়োজাহাজ কিনতে চুক্তি করেছে টাটা গ্রুপের মালিকানাধীন ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। চুক্তি অনুযায়ী ফ্রান্সের এয়ারবাস কোম্পানি থেকে ২৫০টি ও যুক্তরাষ্ট্রের বোয়িং থেকে ২২০টি উড়োজাহাজ কিনবে বিমান সংস্থাটি। খবর এনডিটিভির।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক বিমানসেবায় নিজেদের স্থান আরও পাকাপোক্ত করার লক্ষ্যে একসঙ্গে এত বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া। যদিও তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ভার্চুয়াল ‘উপস্থিতিতে’ ঐতিহাসিক এ চুক্তিটি সম্পন্ন হয়। যেখানে উপস্থিত ছিলেন রতন টাটাও। এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া ও বোয়িংয়ের মধ্যকার চুক্তিকে ‘ঐতিহাসিক’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এনডিটিভি জানায়, ফ্রান্সের এয়ারবাস কোম্পানি থেকে ২৫০টি ও যুক্তরাষ্ট্রের বোয়িং থেকে ২২০টি উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে। এই চুক্তির মূল্য ৮০০ কোটি মার্কিন ডলার। টাটা গ্রুপ জানায়, বৈশ্বিক বিমানসেবায় নিজেদের স্থান আরও পাকাপোক্ত করার লক্ষ্যে একসঙ্গে এত বিমান কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যেগুলো আগামী দু-তিন বছরের মধ্যে তাদের বহরে যুক্ত হবে। ফ্লাইটগুলো বিশ্বজুড়ে দীর্ঘতম রুটগুলোতে চলাচল করবে বলেও উল্লেখ করা হয়।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের তথ্যানুযায়ী, ২০২১ সালের অক্টোবরে ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া সরকারের কাছ থেকে কিনে নেয় টাটা গ্রুপ। মধ্যপ্রাচ্যের জনপ্রিয় বিমান সংস্থাগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতেই এয়ার ইন্ডিয়া এই উচ্চাভিলাষী প্রকল্প হাতে নিল। বলা হচ্ছে, সেবা ও নিরাপত্তার দিক দিয়ে মধ্যপ্রাচ্যের বিমান সংস্থাগুলো উন্নত হওয়ায় ভারতীয়রা বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ওই বিমান সংস্থাগুলোর ওপর বেশি নির্ভরশীল। সেই জায়গাটা পূরণ করতেই এ পদক্ষেপ নেয় এয়ার ইন্ডিয়া। এক বছর ধরেই চলে আলোচনা। চুক্তি হলেও কাজটা সহজ হবে না বলেই মনে করছেন বিমান খাত সংশ্লিষ্টরা।

বিমান খাতকে গুরুত্ব দিচ্ছে ভারত সরকারও। আগামী পাঁচ বছরের মধ্যে দেশটিতে নতুন ৮০টি বিমানবন্দর নির্মাণ করা হবে। এমনকি দেশটির অভ্যন্তরীণ রুটে চলাচলের জন্য আগামী দুই বছরের মধ্যে নতুন দেড় হাজারের বেশি বিমান যুক্ত হবে। শুধু গত ডিসেম্বরে ১২ কোটির বেশি ভারতীয় অভ্যন্তরীণ রুটে চলাচলের জন্য বিমানসেবা বেছে নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর